স্মার্টফোন ইউজাররা সাবধান! Xiaomi থেকে Samsung, লাখো হ্যান্ডসেটে রয়েছে বড় বিপদের সম্ভাবনা

হাতে স্মার্টফোন নেই এমন মানুষ চারপাশে এখন খুঁজে পাওয়া ভার, তা সে ইউজার বাচ্চা হোক কিংবা প্রবীণ। বলতে গেলে এখন মুঠোফোনেই...
Anwesha Nandi 8 Feb 2023 8:15 PM IST

হাতে স্মার্টফোন নেই এমন মানুষ চারপাশে এখন খুঁজে পাওয়া ভার, তা সে ইউজার বাচ্চা হোক কিংবা প্রবীণ। বলতে গেলে এখন মুঠোফোনেই কয়েদ গোটা দুনিয়া! এদিকে এই স্মার্টফোনের ব্যবহারের সময় সতর্ক না থাকলে কত রকম অযাচিত সমস্যার মুখে পড়তে হতে পারে, সে খবরও সাম্প্রতিক সময়ে আকছার শোনা যাচ্ছে। যথেচ্ছাচারে ফোন ব্যবহারের ফলে সেটির ক্ষতি, অন্যদিকে হ্যাকিং-ট্র্যাকিং – সমস্ত ভাবনা নিয়েই কাটছে দিন। তবে আপনি যদি Xiaomi, Samsung Galaxy, OnePlus, Oppo, Vivo-এর অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজার হন, তাহলে কিন্তু এখন আপনার ভাবনা বাড়তে পারে; কারণ অতিসম্প্রতি এই ব্র্যান্ডের ফোন প্রসঙ্গে সতর্কতা জারি করেছে ভারত সরকারের সাইবার টিম।

সতর্কতা জারি করল CERT-In, স্মার্টফোন ইউজারদের কী করণীয়?

গুগলের অ্যান্ড্রয়েড বিশ্বব্যাপী জনপ্রিয় অপারেটিং সিস্টেম। শাওমি, স্যামসাংয়ের মত প্রথম সারির ব্র্যান্ড থেকে শুরু করে ওপ্পো, ভিভো, রিয়েলমির মত মোবাইল নির্মাতা কোম্পানিগুলি তাদের ফোনে এই অপারেটিং সিস্টেম ব্যবহার করে। লক্ষ লক্ষ মানুষ এই অপারেটিং সিস্টেমের ইউজার যা দিয়ে তারা ফোন কল, মেসেজিং, পড়াশোনা, বিনোদন ইত্যাদির পাশাপাশি নেট ব্যাঙ্কিংয়ের মত কাজ করেন। এই কারণে ফোনগুলিতে প্রচুর সংবেদনশীল ডেটাও সংরক্ষিত হয়। কিন্তু এখানেই এবার বেঁধেছে গন্ডগোল। কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম অফ ইন্ডিয়া বা সিইআরটি-ইন অ্যান্ড্রয়েড স্মার্টফোন সম্পর্কে একটি সতর্কতা জারি করেছে, যেখানে হ্যাকার হামলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সিইআরটি-ইনের মতে, অ্যান্ড্রয়েড সিস্টেমের ত্রুটির কারণে অ্যান্ড্রয়েড ১০, ১১, ১২, ১২এল (12L) এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ওএস ভার্সনে চালিত ফোনগুলি সুরক্ষাগতভাবে খানিকটা দুর্বল হয়ে পড়েছে। এক্ষেত্রে নাকি ফ্রেমওয়ার্ক, মিডিয়া ফ্রেমওয়ার্ক, সিস্টেম কম্পোনেন্টস, গুগল প্লে সিস্টেম আপডেট, কার্নেল, মিডিয়াটেক কম্পোনেন্টস, ইউনিসক কম্পোনেন্টস, কোয়ালকম কম্পোনেন্টস এবং কোয়ালকম ক্লোজ সোর্স কম্পোনেন্টের কারণে ফোনগুলিতে সমস্যা হচ্ছে।

অনুমান করা হচ্ছে যে, এই রকম ডিভাইস থেকে হ্যাকাররা খুব সহজেই স্পর্শকাতর তথ্য পেতে পারে। তাই এইরকম অযাচিত ঘটনা এড়াতে, মোবাইলের সিস্টেম বা সফ্টওয়্যার আপডেট করুন; নচেৎ অচিরেই আপনি বড় ক্ষতির মুখে পড়তে পারেন।

Show Full Article
Next Story