Samsung Galaxy S22 সিরিজ লঞ্চের আগে বিদায় নিল গত বছরের সাড়া জাগানো S21 Ultra

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বুধবার, ৯ই ফেব্রুয়ারি তারিখে আয়োজিত আনপ্যাকড ইভেন্টে Samsung তাদের সম্পূর্ণ নতুন...
SUPARNAMAN 9 Feb 2022 10:32 PM IST

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বুধবার, ৯ই ফেব্রুয়ারি তারিখে আয়োজিত আনপ্যাকড ইভেন্টে Samsung তাদের সম্পূর্ণ নতুন Samsung Galaxy S22 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি প্রকাশ্যে আনতে চলেছে। তার আগে এই দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট এবং মোবাইল প্রস্তুতকারক সংস্থা বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের Galaxy S21 Ultra ডিভাইসের বিক্রি স্থগিত রাখলো। অবশ্য ভারতীয় বাজারের ক্ষেত্রে সংস্থাটি এই সিদ্ধান্ত কার্যকর করেনি।

বিদেশে Galaxy S21 Ultra ডিভাইসের বিক্রি বন্ধ - কি বলছে রিপোর্ট?

জনপ্রিয় সংবাদ সংস্থা GSM Arena'র রিপোর্ট অনুযায়ী ফ্রান্স, জার্মানি, ব্রিটেন যুক্তরাজ্য এবং মার্কিন মুলুকে স্যামসাং তাদের Galaxy S21 Ultra ডিভাইসের বিক্রি বন্ধ করেছে। তবে ভারতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে এখনো ফোনটি বিক্রয় তালিকার অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে পূর্বোক্ত দেশগুলির মতো ভারতেও আলোচ্য ডিভাইসের বিক্রি বন্ধ হবে কি না তা এখনো বোঝা যাচ্ছেনা। Amazon, Flipkart সহ অন্যান্য ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে ফোনটি এখনো বিক্রি করা হচ্ছে। অনুমান, স্টক শেষ না হওয়া পর্যন্ত বিক্রি জারি থাকবে৷

Galaxy S21 Ultra ছাড়া স্যামসাংয়ের Galaxy S21 সিরিজে Galaxy S21, Galaxy S21+ এবং Galaxy S21 FE ডিভাইসগুলি অন্তর্ভুক্ত রয়েছে। সেক্ষেত্রে এদের পরবর্তী প্রজন্মের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবেই আজ নয়া Galaxy S22 সিরিজের আগমন ঘটবে। প্রাপ্ত রেন্ডার অনুযায়ী আসন্ন গ্যালাক্সি এস২২ এবং গ্যালাক্সি এস২২+ ডিভাইসের ডিজাইনে গ্যালাক্সি এস২১ সিরিজের সঙ্গে সাদৃশ্য চোখে পড়বে। তবে আসন্ন সিরিজের গ্যালাক্সি এস২২ আল্ট্রা ডিভাইসের ডিজাইন পূর্বসূরি সিরিজের তুলনায় অনেকটাই পৃথক হবে বলে জানা গিয়েছে।

Samsung Galaxy S22 সিরিজের বিভিন্ন স্পেসিফিকেশন

অবগতির জন্য জানিয়ে রাখি, স্যামসাং গ্যালাক্সি এস২২, এস২২+ এবং এস২২ আল্ট্রা ডিভাইস যথাক্রমে ৬.১, ৬.৬ এবং ৬.৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে এবং ১২০ হার্টজের (Hz) ডায়নামিক রিফ্রেশ রেট সহ আসবে।

অন্যদিকে উন্নত ফটোগ্রাফির জন্য আসন্ন Samsung Galaxy S22 এবং Galaxy S22+ ডিভাইসে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি বা প্রধান ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ৩০এক্স (30x) স্পেস জুম সহ ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্সের ব্যবহার দেখা যাবে। এছাড়া এরা ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সহ আসতে চলেছে।

একইভাবে Samsung Galaxy S22 Ultra মডেলে ফটোগ্রাফির জন্য থাকবে ১০৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ১০ মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ সেন্সর। দুর্দান্ত সেলফি তোলার জন্য এটি ৪০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সহ আসবে বলে সামনে এসেছে।

Show Full Article
Next Story