Smart Belt: স্মার্টফোন, স্মার্ট ওয়াচের পর এবার স্মার্ট বেল্ট, রাখবে আপনার স্বাস্থ্যের খেয়াল

স্মার্টফোন, স্মার্ট টেলিভিশন, স্মার্ট রেফ্রিজারেটরের পর এবার পরিধানযোগ্য স্মার্ট বেল্ট বাজারে এনে সবাইকে চমকে দিতে তৈরী...
SUPARNAMAN 2 May 2022 7:11 PM IST

স্মার্টফোন, স্মার্ট টেলিভিশন, স্মার্ট রেফ্রিজারেটরের পর এবার পরিধানযোগ্য স্মার্ট বেল্ট বাজারে এনে সবাইকে চমকে দিতে তৈরী দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট স্যামসাং (Samsung)।আজ্ঞে হ্যাঁ! ঠিকই পড়ছেন, ঘটনার শুরু সেই ২০১৬ সালে। সেসময় অনুষ্ঠিত এক কনজিউমার ইলেক্ট্রনিক্স প্রদর্শনীতে Samsung ওয়েল্ট (Welt) নামের একটি প্রোডাক্ট সর্বসমক্ষে আসে, যা আদতে একটি ওয়েলনেস বেল্ট।

অবশ্য সেইসময় স্যামসাং এই ধরনের বেল্ট উৎপাদনের ব্যাপারে খুব একটা মনোযোগী হয়নি। তবে এর ঠিক চার বছর পরে সংস্থাটি পুনরায় 'স্মার্ট বেল্ট প্রো' (Smart Belt Pro) নামে নতুন একটি স্মার্ট বেল্ট ভ্যারিয়েন্ট বিশ্বের সামনে নিয়ে আসে। এবার টেক অনুরাগীরা সংস্থার এই নয়া প্রোডাক্টটিকে প্রশংসায় ভরিয়ে দেন এবং সেই তখন থেকেই মনে করা হচ্ছে যে ভবিষ্যতে Samsung সহ অন্যেরাও এমন ধরনের স্মার্ট বেল্ট বাজারে আনার বিষয়ে আরও অনেক বেশি উদ্যোগী হতে পারে।

Samsung -এর Smart Belt ঠিক কিভাবে কাজ করে জেনে নিন

এমনিতে সাধারণ বেল্টের মতো দেখালেও কাজে স্যামসাং স্মার্ট বেল্ট তাদের থেকে অনেকটাই এগিয়ে। স্মার্ট বেল্টে বাকলের একধারে রয়েছে একটি মাইক্রো-ইউএসবি (Micro-USB) চার্জিং পোর্ট। তাছাড়া এর বাকলের কেসিংয়ে ঢাকা রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সেন্সর। এর মাধ্যমে এই বেল্ট আমাদের স্বাস্থ্য-সংক্রান্ত বিভিন্ন গতিবিধির উপর নজর রাখতে সক্ষম। যেমন এটি পরিধানকারীর অতিরিক্ত খাওয়ার অভ্যেস বা ঠিক কতটা সময় তিনি বসে কাটাচ্ছেন - তার হিসেব রাখতে পারদর্শী। উপরন্তু দিনে তিনি কত পা হাঁটলেন, এমনকি কখনো অবসাদের ভার কাটাতে তিনি বেশি খেয়ে ফেলছেন কিনা, আলোচ্য বেল্ট নিজের স্মার্ট সেন্সরের মদতে পরিধানকারীকে সে সম্পর্কে সতর্ক করতেও পারবে।

এছাড়াও আলোচ্য স্মার্ট বেল্টের সম্পূরক স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে একজন নিজের ফিট থাকার দৈনিক রুটিন প্রস্তুত করতে পারবেন। অ্যাপ থেকে প্রাপ্ত নিজের স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য এবং জীবনযাপনের নিজস্ব ধরনের উপর ভিত্তি করে তারা এই কাজ করতে পারবেন। উল্লেখ্য, ওয়েল্টের কিকস্টার্টার পেজ (Welt's Kickstarter Page) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উক্ত বেল্টের জিঙ্ক-অ্যালয় দিয়ে তৈরী বাকলের মধ্যে সুরক্ষিত রয়েছে এর ৯০ এমএএইচ (mAh) -এর ব্যাটারি, যা সর্বোচ্চ ২০ দিনের ব্যাকআপ প্রদানে সক্ষম। এই স্মার্ট বেল্ট কিনতে হলে আগ্রহীদের ৯৯ থেকে ১৭৯ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় আনুমানিক ৭৫৭৮ থেকে ১৩,৭০০ টাকা) পর্যন্ত খরচ করতে হবে।

Show Full Article
Next Story