মনে হবে বাস্তবে দেখছেন, Samsung আনছে দুর্দান্ত ডিসপ্লের Neo QLED 4K/8K টিভি

চলতি সপ্তাহে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক্স শো (CES) ২০২২ এর মঞ্চে সংস্থার একাধিক স্মার্ট টিভির ওপর থেকে পর্দা সরাতে চলেছে Samsung, যার মধ্যে রয়েছে…

চলতি সপ্তাহে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক্স শো (CES) ২০২২ এর মঞ্চে সংস্থার একাধিক স্মার্ট টিভির ওপর থেকে পর্দা সরাতে চলেছে Samsung, যার মধ্যে রয়েছে MICRO LED, Neo QLED এবং Lifestyle মডেল। জানা গেছে পূর্বসূরী থেকে আরও উন্নত রেজোলিউশন এবং রিফ্রেশ রেটের সাথে আসবে নিও কিউএলইডি টিভিগুলি। এরমধ্যে 4K এবং 8K রেজোলিউশনের নয়া Neo QLED টিভিগুলি ১৪৪ রিফ্রেশ রেট অফার করে। উভয় টিভিতে এইচডিএমআই ২.১ পোর্টের মাধ্যমে AMD’s FreeSync Premium Pro টেকনোলজি সাপোর্ট করবে। চলুন Samsung Neo QLED স্মার্ট টিভি সম্পর্কে কী কী তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

Samsung Neo QLED স্মার্ট টিভির ফিচার ও স্পেসিফিকেশন

স্যামসাংয়ের আপকামিং নিও কিউএলইডি সিরিজের স্মার্ট টিভির দাম ও লভ্যতা এখনো পর্যন্ত জানা না গেলেও, এই টিভিগুলির কিছু ফিচার এবং স্পেসিফিকেশন ইতিমধ্যেই সামনে এসেছে। নয়া এই স্মার্ট টিভিগুলিতে রিয়েল ডেপথ এনহ্যান্সার থাকবে, যা ব্যবহারকারীকে বাস্তব অনুভূতি প্রদান করবে। এই স্মার্ট টিভিগুলি আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, আই কমফোর্ট মোড। এগুলির ইনবিল্ট সেন্সর সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময় স্ক্রীনের উজ্জলতা ও টোনের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করবে। তদুপরি, সংস্থার নিজস্ব টেকনোলজি ব্যবহার করে টিভিগুলি চমৎকার আউটপুট সাউন্ড অফার করে। এদের প্রসেসর উন্নত কনট্রাস্ট ম্যাপিং এর সাথে আলো নিয়ন্ত্রণ করতে সক্ষম।

এখানে জানিয়ে রাখি, ২০২২ সালে স্যামসাং বিশ্বের প্রথম NFT এক্সপ্লোরার এবং মার্কেটপ্লেস যুক্ত টিভি স্ক্রীন আনতে চলেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দসই NFT কিনতে, বিক্রি করতে এবং দেখতে পারবেন। তবে এই এনএফটি প্ল্যাটফর্ম অ্যাপটি কেবলমাত্র মাইক্রো এলইডি, নিও কিউএলইড এবং দ্য ফ্রেম স্মার্ট টিভিতে উপলব্ধ‌ হবে।

Samsung Neo QLED স্মার্ট টিভি‌ সম্পর্কে এই তথ্যগুলিই সামনে এসেছে। আশা করা যায় আসন্ন সিইএস ২০২২ এর মঞ্চে টিভিগুলির দাম এবং লভ্যতা সংক্রান্ত একাধিক তথ্য সামনে আনা হবে।