১৭ হাজার টাকার Samsung ফোন ১২ হাজার টাকায়, নতুন 4G বা 5G ফোন কিনতে চাইলে ঝটপট দেখুন

স্মার্টফোন নির্মাতা সংস্থা এবং ই-কমার্স প্ল্যাটফর্মগুলি বছরভর বিভিন্ন প্রোডাক্টের উপর একাধিক অফার দিয়ে থাকে। সেই মতোই...
SUPARNA 12 May 2022 7:36 PM IST

স্মার্টফোন নির্মাতা সংস্থা এবং ই-কমার্স প্ল্যাটফর্মগুলি বছরভর বিভিন্ন প্রোডাক্টের উপর একাধিক অফার দিয়ে থাকে। সেই মতোই ই-কমার্স সাইট Amazon সীমিত সময়ের জন্য Samsung-র তিনটি টপ-সেলিং স্মার্টফোনকে ২৯% পর্যন্ত ছাড়ের সাথে বিক্রি করছে। যার দরুন নূন্যতম ১২,০০০ টাকা খরচ করে আপনারা একটি নতুন 4G বা 5G ফোন বাড়ি নিয়ে আসতে পারবেন। জানিয়ে রাখি, প্রতিবেদনে উল্লেখিত ফোনগুলিতে সর্বাধিক ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। আর এগুলির ডিসপ্লে প্যানেল, প্রসেসর, ক্যামেরা সেটআপ এবং ব্যাটারি যথেষ্ট উন্নত। চলুন তাহলে ই-কমার্স সাইট Amazon -এ অফারের সাথে উপলব্ধ Samsung স্মার্টফোনের তালিকা দেখে নেওয়া যাক।

Amazon -এ অফারের সাথে উপলব্ধ Samsung স্মার্টফোনের তালিকা

Samsung Galaxy M32 : অ্যামাজনের লিস্টিং অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এম৩২ ফোনের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ অপশনের উপর সীমিত সময়ের জন্য ২৯% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যারপর, ফোনটিকে কিনতে গেলে আপনাদের ১৬,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ১১,৯৯৯ টাকা খরচ করতে হবে। কিস্তিতে পেমেন্ট করতে চাইলে, আপনারা মাসিক ৫৬৫ টাকার নো-কস্ট ইএমআই বিকল্পের সুবিধাও পেয়ে যাবেন।

ফিচার : Samsung Galaxy M32 স্মার্টফোনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন ও ৬০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) TFT ইনফিনিটি-ভি ডিসপ্লে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ প্রসেসর সহ এসেছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ানইউআই ৩.১ কাস্টম ইউজার ইন্টারফেস পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য এই ৫জি ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এগুলি হল - ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার ও ২ মেগাপিক্সেল লাইভ ফোকাস লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এম ৩২ ৫জি স্মার্টফোনে, ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যার সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পরিশেষে সিকিউরিটির জন্য এতে Knox সিকিউরিটির সাপোর্ট পাওয়া যাবে।‌

Samsung Galaxy M33 : স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ২৫,৯৯৯ টাকা। কিন্তু, বর্তমানে অনলাইন শপিং সাইট অ্যামাজনে এই ফোনটিকে ফ্লাট ২৫% ডিসকাউন্টের সাথে মাত্র ১৯,৪৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে।

ফিচার : Samsung Galaxy M33 5G ফোনে দেখা যাবে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০৮ পিক্সেল) ইনফিনিটি-ভি ডিসপ্লে। এই ফোনে ৫এনএম প্রসেসিং নোড ভিত্তিক অক্টা কোর এক্সিনস প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) কাস্টম স্কিনে চলবে। স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনের পিছনে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল, এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Samsung Galaxy M21 : অ্যামাজনে ১৪,৯৯৯ টাকা দামের স্যামসাং গ্যালাক্সি এম২১ স্মার্টফোনের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ অপশনকে ২০% ডিসকাউন্টের সাথে কেবল ১১,৯৯৯ টাকায় এনলিস্ট করা হয়েছে।

ফিচার : Samsung Galaxy M21 ফোনে আছে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস সুপার AMOLED ইনফিনিটি-ইউ ডিসপ্লে। উন্নত পারফরম্যান্স অফার করার জন্য, এতে এক্সিনস ৯৬১১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ান ইউআই কাস্টম স্কিনে চলে। ফটোগ্রাফির জন্য গ্যালাক্সি এম-সিরিজের এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল - ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য এই ডিভাইসে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাংয়ের ফোনে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যার সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story