Samsung The Freestyle: মাত্র ২,০০০ টাকা দিয়ে বুকিং শুরু হল পোর্টেবল স্মার্ট প্রজেক্টরের

মোবাইল প্রজেক্টর আজকের দিনে ব্যাপক জনপ্রিয়। সেক্ষেত্রে আপনি যদি নতুন কোনো মোবাইল প্রজেক্টর কিনতে চান, তাহলে Samsung-এর নতুন পোর্টেবল স্মার্ট প্রজেক্টর, The Freestyle এখন প্রি-রিজার্ভ…

মোবাইল প্রজেক্টর আজকের দিনে ব্যাপক জনপ্রিয়। সেক্ষেত্রে আপনি যদি নতুন কোনো মোবাইল প্রজেক্টর কিনতে চান, তাহলে Samsung-এর নতুন পোর্টেবল স্মার্ট প্রজেক্টর, The Freestyle এখন প্রি-রিজার্ভ করতে পারেন। মাত্র ২,০০০ টাকা দিয়ে এই প্রজেক্টর প্রি-রিজার্ভ করা যাবে, এবং কোম্পানির তরফে ডেলিভারির সময় ৪,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে।

উল্লেখ্য, কিছু মাস আগে অনুষ্ঠিত CES 2022 ইভেন্টে দেখানো হয়েছিল The Freestyle পোর্টেবল প্রজেক্টর কে। এটি ১৮০ ডিগ্রি ডিজাইন অফার করবে। আবার প্রজেক্টরটি হালকাও, এর ওজন মাত্র ০.৮ কেজি। এতে আছে বড় স্ক্রিন, অটোফোকাস সিস্টেম। আবার এটি হাই কোয়ালিটি ছবি ডেলিভারি করতে সক্ষম।

The Freestyle প্রজেক্টরটি Samsung Smart TV-এর সাথে চালানো যাবে। আবার আইওএস ও অ্যান্ডয়েড ডিভাইস দিয়ে এর সাহায্যে মিররিং, কাস্টিং ও স্মার্ট কানেক্টিভিটির সুবিধা পাওয়া যাবে।

স্যামসাংয়ের নয়া এই প্রোজেক্টরে বিল্ট-ইন Bixby ও Alexa Voice Assistant, ও eARC সাপোর্ট করবে। আবার এই পোর্টেবল প্রজেক্টরে জল প্রতিরোধের জন্য আছে IPV6 রেটিং। আপাতত কোম্পানির তরফে প্রোজেক্টরটির সম্পর্কে এই তথ্যগুলি শেয়ার করা হয়েছে।