১০ বছর পর মিক্সড রিয়ালিটি হেডসেট আনছে স্যামসাং, থাকবে তাক লাগানো ফিচার্স
Samsung XR Device -
ফের একবার মিক্সড রিয়ালিটি নিয়ে তৎপর স্যামসাং। প্রায় ১০ বছর পর নতুন এক্সটেন্ডেড ও মিক্সড রিয়ালিটি হেডসেট আনছে কোম্পানি। শেষ ২০১৫ সালে গিয়ার ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট লঞ্চ করেছিল স্যামসাং। সংবাদ মাধ্যম সূত্রে দাবি, ২০২৫ সালে নতুন এক্সটেন্ডেড রিয়ালিটি হেডসেট বাজারে আনতে চলেছে স্যামসাং।
কী এই এক্সটেন্ডেড রিয়ালিটি?
ইন্টারনেট বিশ্বকে বাস্তবে রূপান্তরিত করার নামই হল ভার্চুয়াল রিয়ালিটি। বর্তমানে তিন ধরনের রিয়ালিটি প্রযুক্তি আবিষ্কার হয়েছে - অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি এবং মিক্সড রিয়ালিটি। আর এই সবগুলোকে একসঙ্গে বলা হয় এক্সটেন্ডেড রিয়ালিটি। প্রতিটা প্রযুক্তিতে কম্পিউটার জেনারেটেড ভার্চুয়াল পরিবেশ তৈরি করা হয়। কিছুক্ষেত্রে এক রিয়ালিটি আর এক রিয়ালিটির থেকে আলাদাও হয়। সাম্প্রতিক গবেষণা বলছে, ৬০ শতাংশ ব্যবহারকারী মনে করেন আগামী ৫ বছরের মধ্যে মূল ধারায় প্রবেশ করবে এক্সটেন্ডেড রিয়ালিটি।
স্যামসাংয়ের এক্সটেন্ডেড রিয়ালিটি হেডসেট
সম্প্রতি প্লে স্টোরে এক্সটেন্ডেড রিয়ালিটি অ্যাপের জন্য আলাদা সেকশন চালু করেছে গুগল। গ্যাজেট-প্রেমীদের মধ্যে বাড়ছে এক্সটেন্ডেড রিয়ালিটির ব্যবহার। এই বাড়তে থাকা ট্রেন্ডকে অনুসরণ করেই নতুন এক্সটেন্ডেড রিয়ালিটি হেডসেট লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং। জানা গিয়েছে, গুগল এবং চিপ প্রস্তুতকারী সংস্থা কোয়ালকমের সঙ্গে হাত মিলিয়ে এই ডিভাইস আনবে কোম্পানি।
স্যামসাংয়ের এক্সটেন্ডেড রিয়ালিটির সম্ভাব্য ফিচার্স
এই হেডসেটে থাকবে হাই পিক্সেল ডেনসিটি-সহ মাইক্রো ওলেড ডিসপ্লে। পাওয়া যাবে ১৬ জিবি র্যাম এবং স্ন্যাপড্রাগন XR2+ প্রসেসর। এতে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম থাকবে। এই হেডসেটে সমস্ত হাই কোয়ালিটি এক্সটেন্ডেড রিয়ালিটি অ্যাপ সাপোর্ট করবে বলে দাবি করেছে স্যামসাং।
টেক ওয়াকিবহাল মহলে গুঞ্জন, ২০২৫ সালে গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে এই হেডসেট আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করতে পারে স্যামসাং। ওই ইভেন্টে বহু প্রতীক্ষিত গ্যালাক্সি এস২৫ সিরিজও লঞ্চ করবে কোম্পানি।
Samsung XR Device -