Samsung Galaxy Unpacked: আজ লঞ্চ হচ্ছে Galaxy Z Fold 5 সহ স্মার্ট রিং ও নতুন স্মার্টওয়াচ, লাইভ দেখুন এখান থেকে

আজ অর্থাৎ ২৬শে জুলাই Samsung তাদের হোম-মার্কেটে অর্থাৎ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে 'Galaxy Unpacked' ইভেন্ট আয়োজন করতে...
techgup 26 July 2023 1:51 PM IST

আজ অর্থাৎ ২৬শে জুলাই Samsung তাদের হোম-মার্কেটে অর্থাৎ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে 'Galaxy Unpacked' ইভেন্ট আয়োজন করতে চলেছে। এটি চলতি বছরে (২০২৩) অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় 'Galaxy Unpacked' ইভেন্ট। যেখানে টেক জায়ান্টটি Samsung Galaxy Z Flip 5 এবং Galaxy Z Fold 5 ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করবে। তবে এই বহুল প্রতীক্ষিত ভাঁজযোগ্য ডিভাইস দুটি বাদেও, আরো বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রোডাক্টের উপর থেকেও আজ পর্দা ওঠানো হবে বলে খবর পাওয়া যাচ্ছে।

Samsung Galaxy Unpacked 2023 : কখন এবং কীভাবে দেখবেন লাইভ স্ট্রিমিং?

স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ২০২৩ ইভেন্টটি আজ ভারতীয় সময়অনুসারে বিকেল ৪:৩০ মিনিটে শুরু হবে। আগ্রহীরা, স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব (YouTube) চ্যানেলের মাধ্যমে এই লঞ্চ ইভেন্টের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন।

https://www.youtube.com/live/_S_lWH6zK3k?feature=share

এই ইভেন্টের কেন্দ্রবিন্দু Samsung Galaxy Z Flip 5 এবং Galaxy Z Fold 5 ফোল্ডেবল স্মার্টফোন দুটি। আলোচ্য হ্যান্ডসেট দুটি ছাড়াও, Galaxy Tab S9 ট্যাবলেট সিরিজ লঞ্চ হতে পারে। আবার Galaxy Watch 6 নামের একটি নয়া ওয়্যারেবল সিরিজ এবং নতুন Galaxy Buds অডিও ডিভাইসও উন্মোচন করা হতে পারে আজ। এছাড়া কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে যে, গ্যালাক্সি আনপ্যাকড ২০২৩ ইভেন্টে স্যামসাং তাদের প্রথম Smart Ring ঘোষণা করতে পারে। এটি একটি হেলথ-ট্র্যাকিং ডিভাইস হবে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, Samsung ইতিমধ্যেই আপকামিং Galaxy Z Fold 5 এবং Galaxy Z Flip 5 স্মার্টফোনের কয়েকটি বিশেষত্ব নিশ্চিত করেছে। সংস্থার দাবি অনুসারে, উল্লেখিত ফোল্ডেবল ফোন দুটি তাদের পূর্বসূরি অর্থাৎ Galaxy Z Fold 4 এবং Galaxy Z Flip 4 -এর তুলনায় হালকা ও পাতলা হবে। আবার ফোনগুলির 'ফোল্ডেবল' দুটি অংশের মধ্যে ব্যবধান কমাতে নতুন হিঞ্জ সিস্টেম ব্যবহার করা হয়েছে। তদুপরি, Samsung Galaxy Z Flip 5 স্মার্টফোনটি, পুরোনো প্রজন্মের Galaxy Z Flip 4 মডেলের তুলনায় বড় কভার ডিসপ্লে অফার করবে বলে আশা করা হচ্ছে। একই ভাবে, Samsung Galaxy Z Fold 5 মডেলটি সংস্থার সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন হিসাবে আত্মপ্রকাশ করতে পারে আজ।

Show Full Article
Next Story