উপভোগ ও উপাজর্নের নয়া দিগন্ত, Samsung বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে উজ্জ্বল আউটডোর ডিসপ্লে বসাল

আজ অর্থাৎ ২৯শে মার্চ দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্স (Samsung Electronics), নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত সিটি ফিল্ড স্টেডিয়ামে একটি বিশাল আকৃতির ডিজিটাল ডিসপ্লে…

আজ অর্থাৎ ২৯শে মার্চ দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্স (Samsung Electronics), নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত সিটি ফিল্ড স্টেডিয়ামে একটি বিশাল আকৃতির ডিজিটাল ডিসপ্লে বসানোর জন্য মেজর লিগ বেসবল টিম ‘নিউ ইয়র্ক মেটস’ (New York Mets) -এর সাথে হাত মিলিয়েছে। বিশেষত্বের কথা বললে, এটি বিশ্বের সবচেয়ে বড় এবং উজ্জ্বল স্ক্রিন। এই বৃহদাকৃতির ডিসপ্লেতেই স্টেডিয়ামে খেলায় অংশগ্রহণকারী দলগুলির পারফরম্যান্স প্রদর্শিত হবে এবং দর্শকরা দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

স্যামসাং, সিটি ফিল্ড স্টেডিয়ামে ১৭,৪০০ বর্গফুট ( প্রায় ১৬১৬.৫ বর্গ মিটার) পরিমাপের একটি এলইডি রেজোলিউশনের স্ক্রিন ইনস্টল করবে। এটির পাশাপাশি, তুলনায় ছোট অর্থাৎ ৬,৯০০ বর্গফুট (প্রায় ৬৪১ বর্গ মিটার) সাইজেরও এলইডি স্ক্রিন রয়েছে। ২০২২ সালের প্রথমার্ধ থেকে নিউ ইয়র্কের স্টেডিয়াম জুড়ে মোট ২৯,৮০০ বর্গফুটের একাধিক নতুন এলইডি ডিসপ্লে ইনস্টল করেছে, যেগুলির মোট পিক্সেল কাউন্ট ৪০ মিলিয়ন বা ৪ কোটি।

প্রসঙ্গত গত ২৩শে মার্চ নিউ ইয়র্ক মেটসের “হোয়াটস নিউ অ্যাট সিটি ফিল্ড” (What’s New at Citi Field) ইভেন্ট চলাকালীন বেসবল অনুরাগীদের নতুন ডিসপ্লেগুলির ঝলক দেখানো হয়৷ সংস্থার দাবি অনুসারে, “এই নতুন প্রযুক্তির মাধ্যমে দর্শকরা স্টেডিয়ামের যেকোনো প্রান্ত থেকে খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারবেন।” শুধু তাই নয়, ৪কে (4K) রেজোলিউশন সমর্থিত এই স্ক্রিনগুলিতে – লাইভ টেলিকাস্টের পাশাপাশি স্কোর, স্ট্যাটাস বা পরিসংখ্যান সহ অন্যান্য দরকারী তথ্যও দেখানো হবে।

Samsung Electronics এবং New York Mets -এর অংশীদারিত্বের ফলশ্রুতি রূপে আসন্ন এই ‘বিগ স্ক্রিন’ দ্বারা শুধুমাত্র ক্রীড়া অনুরাগীরাই উপকৃত হবেন না, পাশাপাশি বিজ্ঞাপনদাতারাও বৃহৎ সংখ্যক দর্শকদের কাছে পৌঁছানোর সুযোগ পেয়ে যাবেন। সর্বোপরি এই ডিসপ্লেটি এতটাই লম্বা যে হাইওয়ে থেকেও দেখা যাবে। ফলে বিজ্ঞাপনদাতারা আরও বেশি ‘এক্সপোজার’ পাবে। অতএব খেলার উপভোগ এবং উপার্জন উভয়ই একসাথে হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন