Samsung W22 5G লুকানো সেলফি ক্যামেরার সাথে আগামীকাল লঞ্চ হচ্ছে, ফিচার জানুন

চাইনিজ মার্কেটের জন্য আগামীকাল একটি এক্সক্লুসিভ ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Samsung, যার নাম W22 5G। এটি গত বছর আত্মপ্রকাশ করা W21 5G-এর সাক্সেসর হিসেবে…

চাইনিজ মার্কেটের জন্য আগামীকাল একটি এক্সক্লুসিভ ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Samsung, যার নাম W22 5G। এটি গত বছর আত্মপ্রকাশ করা W21 5G-এর সাক্সেসর হিসেবে আসছে। W21 5G আসলে Galaxy Fold 2-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে বাজারে পা রেখেছিল। একইভাবে Galaxy Fold 3 রিব্র্যান্ডিং করে Samsung W22 5G নামে চীনের বাজারে আনা হচ্ছে।

আগামীকার অফিসিয়াল লঞ্চ, তাই আজ স্যামসাংয়ের তরফে W22 5G-এর একটি টিজার পোস্টার শেয়ার করা হয়েছে। যা ফোল্ডেবল ফোনটির ডিজাইন প্রকাশ করে। W22 5G-এর বডি কালো রঙের। কিন্তু হিঞ্জ এবং লোগোর জায়গায় সোনালী বর্ণ রয়েছে।

Samsung W22 5G-এর স্টাইলাস পেনও কালো রঙের। তবে ফোনের ডিজাইনের সাথে ম্যাচ করানোর জন্য পেনের মাথায় সোনালী রিং দেওয়া হয়েছে। পোস্টার থেকে জানা গিয়েছে, ডিভাইসটি ১৪ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত প্রি-বুক করা যাবে। আবার ২২ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত প্রথম ক্ষেপে ফোনটি কেনার সুবিধা পাওযা যাবে।

স্যামসাং ডব্লু২২ ৫জি-এর প্রাইমারি ডিসপ্লে ৭.৬ ইঞ্চি ও কভার ডিসপ্লে ৬.২ ইঞ্চির থাকবে। ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হবে। ফোনটি আন্ডার ডিসপ্লে ক্যামেরা ও ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে আসবে। এছাড়া এতে থাকবে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, ১৬ জিবি + ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ, এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৪০০ এমএএইচ ব্যাটারি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন