প্রয়োজনে ঘুরবে ক্যামেরা, ৬ ক্যামেরার নতুন ফোন আনছে স্যামসাং

স্মার্টফোন সংস্থাগুলি আজকাল তাদের ডিভাইসগুলির ক্যামেরা সেটআপে বেশি গুরুত্ব দিচ্ছে। এখনকার দিনে প্রতিটি নতুন মডেলের সাথে ক্যামেরা লেন্সের সংখ্যা বাড়ছে। বাজারে নিজের জায়গা ধরে রাখতে…

স্মার্টফোন সংস্থাগুলি আজকাল তাদের ডিভাইসগুলির ক্যামেরা সেটআপে বেশি গুরুত্ব দিচ্ছে। এখনকার দিনে প্রতিটি নতুন মডেলের সাথে ক্যামেরা লেন্সের সংখ্যা বাড়ছে। বাজারে নিজের জায়গা ধরে রাখতে এবার জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড Samsung একটি নতুন চমক দেওয়ার সিদ্ধান্ত নিল।

দক্ষিণ কোরিয়ান সংস্থাটি সম্প্রতি একটি নতুন স্মার্টফোনের জন্য একটি পেটেন্ট রেজিস্টার করেছে, যেখানে মোট ৬টি ক্যামেরা থাকবে। এতে পেরিস্কোপিক লেন্সও রয়েছে। এই ক্যামেরা সেন্সরগুলির স্পেশাল ফিচারটি হল দুর্দান্ত ফটোগ্রাফির জন্য ব্যবহারকারীর প্রয়োজন অনুসারে এগুলি টুইস্ট বা টিল্ট করা যায়। আপনাকে বলে রাখি, সংস্থাটি গত বছরের ডিসেম্বরে এই পেটেন্টটি ফাইল করেছিল এবং এটি এবছরের ১১ জুন প্রকাশিত হয়েছে।

অ্যাক্টিভ মোডে ঘুরে যাবে ক্যামেরা :

পেটেন্ট অনুসারে, এই স্যামসাং স্মার্টফোনটিতে ৫টি ওয়াইড অ্যাঙ্গেল ইমেজ সেন্সর সহ একটি টেলিফোটো লেন্সও থাকবে। এই সমস্ত ক্যামেরা সেন্সরে অনুভূমিকভাবে দুটি লাইনে স্থাপন করা হয়েছে। লেন্সের পাশাপাশি থাকছে একটি LED ফ্ল্যাশ। নর্মাল মোডে, এই ক্যামেরাগুলি তাদের স্বাভাবিক অবস্থানে থাকে, তবে অ্যাক্টিভ মোডে এগুলি উপরে বা নীচে কাত হয়ে যায়।

ফটো -LetsGoDigital

এই স্মার্টফোনগুলির নতুন ক্যামেরা ডিজাইনের সাহায্যে দুর্দান্ত ফটোগ্রাফির মজা পাওয়া যাবে। এতে ওয়াইড সেন্সর ফোকাল লেন্থ থাকবে এবং ফোনটি কোনো রকম মুভ ছাড়াই দুর্দান্ত প্যানোরামিক শট ক্যাপচার করবে। শুধু তাই নয়, বলা হচ্ছে এতে প্যানো-বোকেহ এফেক্টও দেওয়া হবে।

সংস্থাটি সবেমাত্র নতুন ডিজাইনটি পেটেন্ট করেছে। ফোনটি কবে লঞ্চ হবে, তা এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যায় না। তবে স্যামসাং, যে দ্রুত গতিতে নতুন স্মার্টফোনগুলি লঞ্চ করছে, তার প্রেক্ষিতে আশা করা যায় যে টিল্ট ক্যামেরা ফিচারযুক্ত এই ফোনটি খুব শীঘ্রই বাজারে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *