সরকারি ওয়েবসাইটের কামাল, আড়াই লক্ষ চুরি যাওয়া ফোন ফেরাল Sanchar Sathi
কিছুদিন আগে ভারত সরকার Sanchar Sathi নামের একটি পোর্টাল লঞ্চ করেছিল। যে পোর্টালের কাজ হল কোন হারিয়ে যাওয়া অথবা চুরি...কিছুদিন আগে ভারত সরকার Sanchar Sathi নামের একটি পোর্টাল লঞ্চ করেছিল। যে পোর্টালের কাজ হল কোন হারিয়ে যাওয়া অথবা চুরি যাওয়া ফোনকে ব্লক করা এবং ট্র্যাক করা। আর এই পোর্টালটি লঞ্চ হওয়ার পর থেকে সেটি কিভাবে কাজ করেছে এবার তার ফল প্রকাশ্যে এলো। সঞ্চার সাথি পোর্টালে শেয়ার করা তথ্য অনুসারে, লঞ্চের এক মাসেরও কম সময়ের মধ্যে সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (CEIR) ব্যবহার করে, মোবাইল ফোন ব্যবহারকারীরা ৫,৪১,৪২৮ গুলি মোবাইল ফোন ব্লক করতে এবং ২,৫৫,৮৮২ গুলি হারিয়ে যাওয়া ফোন সফলভাবে ফেরত পেতে সক্ষম হয়েছেন।
CEIR কি এবং এটি কবে লঞ্চ করা হয়েছিল?
CEIR হলো একটি AI ভিত্তিক পোর্টাল, যেটিকে মোবাইল কানেক্টিভিটি যাচাই করার জন্য এবং হারিয়ে যাওয়া অথবা চুরি যাওয়া ফোন ট্র্যাক ও ব্লক করার জন্য টেলিকম বিভাগ চলতি বছরের ১৬ই মে লঞ্চ করেছিল।
এবার ঘরে বসেই ব্লক করা যাবে IMEI নম্বর
অনুমান করা হয়, হারিয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়া ফোনের বাজার দর প্রায় ১২০০ কোটি টাকা, যার মধ্যে এক মাসে ৫০,০০০ এরও বেশি ডিভাইস হারিয়ে অথবা চুরি হয়ে যায়। কিন্তু এই পোর্টালের সাহায্যে ব্যবহারকারীরা তার ডিভাইসটির অনন্য আইএমইআই নম্বরটি ব্লক করতে পারেন। যার ফলে, ফোনটিতে নতুন সিম কার্ড ঢোকানো হলেও সেটি আর ব্যবহারযোগ্য থাকে না।
বন্ধ হয়ে যাবে চুরি যাওয়া ফোনের বেচাকেনা
ইন্ডাস্ট্রি এক্সিকিউটিভরা জানিয়েছেন, হারিয়ে যাওয়া অথবা চুরি যাওয়া হাইএন্ড ফোনগুলি গ্রে মার্কেটে ভালো দামে বিক্রি হয়। কিন্তু এই ধরনের ডিভাইসগুলি ব্যবহারযোগ্য না থাকলে বাজারে সেগুলির বেচাকেনা বন্ধ হয়ে যাবে। তারা আরো বলেছেন যে, ভবিষ্যতে মানুষের জন্য তাদের হারিয়ে যাওয়া ডিভাইসগুলি শনাক্ত করা খুব সহজ হবে, কারণ আসল ব্যবহারকারী দ্বারা আইএমইআই নম্বরটি ব্লক করা হলে ডিভাইসটির বিক্রয় মূল্য পুনরায় শূন্য হয়ে যাবে।
পুরোনো ফোন কেনার আগে তার স্ট্যাটাস চেক করুন
যদিও, সঠিক মোবাইল ফোনের পুনর্বার বিক্রয়ে কোনো ক্ষতি হবে না। কিন্তু কোনো ক্রেতার উচিত যেকোনো পুরোনো ফোন কেনার আগে পোর্টালে ডিভাইসটির বৈধতা পরীক্ষা করে নেওয়া। এই প্রসঙ্গে, DoT-এর এক আধিকারিক বলেছেন, যদি পোর্টালে কোনো একটি মোবাইল ফোনের স্ট্যাটাস ব্ল্যাকলিস্টেড অথবা নকল ইত্যাদি হিসেবে উল্লেখ থাকে, তাহলে গ্রাহকের সেই ডিভাইসটি কেনা উচিত নয়।
প্রসঙ্গত উল্লেখ্য, গত মাসে টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব Sanchar Sathi পোর্টাল লঞ্চ করেন। যেটি মোবাইল হারিয়ে যাওয়া অথবা চুরি যাওয়া মোবাইল ট্র্যাক ও ব্লক করার পাশাপাশি জালিয়াতি শনাক্ত করতেও সাহায্য করে। এছাড়াও এই পোর্টালের মাধ্যমে একজন মোবাইল ব্যবহারকারী তার নামে প্রতারণামূলকভাবে আরো মোবাইল সংযোগ করা হয়েছে কিনা সেটি জানতে পারবেন। পাশাপাশি এই ধরনের সংযোগ ব্লকও করতে পারবেন। তাছাড়াও ব্যবহারকারীর নামে কতগুলি সিম আছে সিস্টেমটি সেটিও পরীক্ষা করতে পারবে।