SBI গ্রাহকরা সতর্ক হোন, এই ভুল করলেই অ্যাকাউন্ট খালি হয়ে যাবে

দীপাবলি বা দিওয়ালি উপলক্ষে আমরা অনেকেই অনলাইন শপিং সাইটগুলির মাধ্যমে কেনাকাটা করেছি। তবে ই-কমার্স সাইটগুলির থেকে...
SUPARNA 24 Oct 2022 1:42 PM IST

দীপাবলি বা দিওয়ালি উপলক্ষে আমরা অনেকেই অনলাইন শপিং সাইটগুলির মাধ্যমে কেনাকাটা করেছি। তবে ই-কমার্স সাইটগুলির থেকে প্রোডাক্ট কেনার সময় যারা নেট ব্যাঙ্কিং বা UPI -এর মতো ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করছেন, তারা সাবধান হোন। কেননা, 'স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া' ওরফে SBI সম্প্রতি "SOVA নামক একটি ভাইরাস অনলাইন পেমেন্টকারীদের টার্গেট করছে বলে টুইট করেছে। পাশাপাশি ব্যাঙ্কটি তাদের প্রত্যেক গ্রাহককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং কোনো অপরিচিত লিঙ্কে গিয়ে ব্যাঙ্কের তথ্য দেওয়া থেকে বিরত থাকতে বলেছে। চলুন SBI তাদের টুইটে SOVA ভাইরাস নিয়ে আর কি কি বলেছে জেনে নেওয়া যাক।

SOVA ভাইরাস নিয়ে সতর্কতা জারি করল SBI

https://twitter.com/TheOfficialSBI/status/1572968823325880324

SOVA ভাইরাস কী?

SOVA ভাইরাস মূলত মেসেজ বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষকে টার্গেট করছে। এক্ষেত্রে হ্যাকাররা প্রথমে একটি ম্যালিশিয়াস লিঙ্ক পাঠায়। এবার প্রাপক যদি কোনোভাবে এই লিঙ্কে ক্লিক করে ফেলেন, তাহলে তৎক্ষণাৎ তিনি SOVA ভাইরাসের শিকার হয়ে যান। এই কারণে SBI-এর পক্ষ থেকে SOVA ভাইরাস সংক্রান্ত একটি সতর্কবাণী জারি করা হয়েছে। পাশাপাশি SBI কার্ড ব্যবহারকারীরা এই ভাইরাসের হাত থেকে কোন পন্থা অবলম্বনে সুরক্ষিত থাকবেন সেই তথ্যও টুইটে উল্লেখ আছে। প্রসঙ্গত SOVA ম্যালওয়্যারটিকে ২০২১ সালের সেপ্টেম্বরে প্রথম শনাক্ত করা হয়েছিল।

SOVA ভাইরাসের হাত থেকে কীভাবে সুরক্ষিত থাকবেন?

১. ফ্রি অ্যাপ ডাউনলোডের কোনো প্রস্তাব অনলাইনে এলে তা এড়িয়ে চলুন। আর যদি কখনো কোনো ফ্রি অ্যাপ ডাউনলোড করেনও, আগে সেগুলির বৈধতা সম্পর্কে সম্পূর্ণভাবে জ্ঞাত হন।

২. ফোনে ডাউনলোড থাকা কোনো অ্যাপকে মেসেজ, গ্যালারি এবং কী-বোর্ড অ্যাক্সেস করার অনুমতি দেবেন না। কেননা এমনটা করলে ডিভাইস হ্যাক হওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকে।

৩. শুধুমাত্র ট্রায়াল বা পরীক্ষা করার উদ্দেশ্যে কোনো এডিটিং বা গেমিং অ্যাপ ডাউনলোড করবেন না৷

৪. যেকোনো অ্যাপ ডাউনলোড করার আগে অবশ্যই ডেভেলপার সম্পর্কিত তথ্য দেখে নিন। পাশাপাশি রেটিং ও রিভিউ চেক করে তবেই শুধুমাত্র অ্যাপ ইনস্টল করুন, ভ্যারিফাইড ডাউনলোডিং সাইট থেকে।

৫. সোশ্যাল মিডিয়া, APK ফাইল বা কারো দ্বারা শেয়ার করা URL/লিঙ্ক থেকে কোনো অ্যাপ ডাউনলোড করবেন না।

৬. কোনো অ্যাপ ইনস্টল করার সময় "uncheck third party installation" -এরূপ কোনো নোটিফিকেশন যদি আসে, তবে সেই অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকুন।

Show Full Article
Next Story