অভিনব কায়দায় চুরি! স্টেট ব্যাঙ্ককে বোকা বানিয়ে এটিএম থেকে লক্ষ লক্ষ টাকা লুট

এই ঘটনায় জড়িত দুই দুষ্কৃতী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম থেকে চুরি করা এটিএম কার্ড ব্যবহার করে ধারাবাহিকভাবে ২.৫২ লক্ষ টাকা চুরি করে।

Ankita Mondal 25 Nov 2024 8:22 PM IST

সাম্প্রতিক সময়ে বেশ উদ্বেগজনক হারে ভারতে স্ক্যামারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর এই প্রতারকেরা নানান ভাবে মানুষের সাথে প্রতারণা করে অর্থ চুরি করে চলেছে। এমন সময় সরকার সহ বিভিন্ন সংস্থা যেখানে ডিজিটাল পেমেন্ট সম্পর্কিত কেলেঙ্কারি আটকাতে বিভিন্ন পন্থা অবলম্বন করা শুরু করেছে, সেখানে কেরালায় এসবিআই এটিএম-এর একটি ত্রুটিকে কাজে লাগিয়ে কয়েক লক্ষ টাকা চুরি করল একদল দুর্বৃত্ত।

ঘটনাটি ঘটেছে কেরালার তিরুবন্তপুরমের একটি এসবিআই এটিএম-এ। এই ঘটনায় জড়িত দুই দুষ্কৃতী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম থেকে চুরি করা এটিএম কার্ড ব্যবহার করে ধারাবাহিকভাবে ২.৫২ লক্ষ টাকা চুরি করে। জানা গেছে এটিএম মেশিনের ত্রুটির জন্যই তারা এই কাজ করতে সক্ষম হয়েছে।

কিভাবে এটিএম-এর ত্রুটিকে কাজে লাগিয়ে টাকা চুরি করলো দুষ্কৃতীরা?

অপরাধীরা প্রথমে একটি চুরি করা এটিএম কার্ড দিয়ে এই ট্রানজাকশন শুরু করে। সাধারণত, একটি উইড্রলের পরে মেশিন উল্লেখিত টাকা প্রোভাইড করে থাকে। আর অপরাধীরা এই দুটি কাজের মধ্যবর্তী ত্রুটিকেই চুরির মাধ্যমে হিসেবে কাজে লাগিয়েছে, যা "টাইম আউট এরর গ্লিচ" নামে পরিচিত। এর অর্থ হল একটি উইড্রলের পর মেশিন যখন সম্পূর্ণ টাকাটি প্রোভাইড করবে, তখন অপরাধীরা সেখান থেকে একটি নোট বাদ দিয়ে বাকি নোট সংগ্রহ করবে। যার ফলে মেশিনটি মনে করবে যে, লেনদেনটি অসম্পূর্ণ থেকে গেল। আর এর ফলে এটিএম অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্ট থেকে কোনো অর্থ কাটবে না। যার ফলে সে কখনো জানতেই পারবে না যে, তার অ্যাকাউন্ট থেকে একটি বড় রকমের অর্থ উইড্র করা হয়েছে।

তবে, এক্ষেত্রে ব্যাঙ্ক কর্তৃপক্ষ চোরেদের ধরে ফেলে। কারণ তারা বিভিন্ন তদন্তের পর এটিএম-এর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করার সিদ্ধান্ত নেয়। এই সিসিটিভি ফুটেজগুলি দেখার সময়েই তারা আসলে কি ঘটেছে তা উদঘাটন করে। আর এরপর পুলিশের কাছে অভিযোগ করা হলে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়।

Show Full Article
Next Story