স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নামে ভুয়ো ভিডিও প্রচার, গ্রাহকদের সাবধান করল SBI
কোনও ভিডিয়োতে শিল্পী বা বিশিষ্ট ব্যক্তিকে আপত্তিকর মন্তব্য করতে শোনা যাচ্ছে, আবার কোথাও অন্যের গলার শোনা যাচ্ছে পরিচিত অভিনেতাকে। এই ধরনের ডিপফেক ভিডিয়ো থেকে সাবধান করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওরফে SBI।
সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভিডিয়ো দেখেন, তা সব সত্যি হয় না। এআই-এর মাধ্যমে অন্যের মুখ বা গলার আওয়াজ বসিয়ে বানানো হয় এই ধরনের ডিপফেক ভিডিয়ো। যা থেকে সতর্ক করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি ব্যাঙ্কের শীর্ষ ব্যবস্থাপনা জড়িত রয়েছে এমন একটি ভিডিয়োতে অবাস্তব রিটার্নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই ভিডিয়ো থেকে সাধারণ জনগণকে সতর্ক থাকতে বলল SBI।
ভিডিয়োতে বিভিন্ন ভুয়ো স্কিম প্রচার করা হচ্ছে। যেখানে টাকা বিনিয়োগ করলে নাকি ভালো রিটার্ন পাওয়া যাবে। SBI স্পষ্ট করেছে যে, ব্যাঙ্ক বা তাদের আধিকারিকরা এই ধরনের স্কিমগুলির সাথে যুক্ত নয় এবং সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মাইক্রোব্লগিং সাইট এক্স (পূর্বে টুইটার নামে পরিচিত) প্ল্যাটফর্মে একটি পোস্ট শেয়ার করেছে ব্যাঙ্ক, যাতে ব্যবহারকারীদের ভিডিয়ো সম্পর্কে অবগত করা যায়। পোস্টটিতে লেখা রয়েছে "সতর্কতা - পাবলিক সতর্কতা বিজ্ঞপ্তি"।
আপনি যদি এসবিআই-এর এমন কিছু ভিডিয়ো দেখেন যেখানে অবাস্তব রিটার্নের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তাহলে সাবধান থাকুন।
এই ডিপফেক ভিডিয়ো কী?
ডিপফেক ভিডিয়োগুলির বিষয়বস্তু অত্যন্ত বাস্তবসম্মত হলেও, এগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং মেশিন লার্নিং প্রযুক্তির দ্বারা তৈরি করা হয়। এগুলিকে ডিজিটালি ম্যানিপুলেটেড ভিডিয়ো বলা হয়ে থাকে। এতটাই নিখুঁত হয় যে বারবার দেখলেও মনে হবে আসল।
এই ভিডিয়োগুলি অন্য ব্যক্তির শরীরে কারও মুখ বা কণ্ঠস্বর প্রতিস্থাপন করে এমনভাবে দেখানো হয়, যেন তারা বাস্তবে এমন কিছু বলছে বা করেছে মনে হতে পারে আপনার। ডিপফেকগুলি ভুল তথ্য, হিংসা, ছদ্মবেশ বা প্রতারণা করার জন্য বেশি ব্যবহার করা হয়। দর্শকদের বাস্তব থেকে আলাদা করে। ফলে সেগুলি আসল নাকি নকল চিনতে সমস্যায় পড়েন তারা।
কোনও ভিডিয়োতে শিল্পী বা বিশিষ্ট ব্যক্তিকে আপত্তিকর মন্তব্য করতে শোনা যাচ্ছে, আবার কোথাও অন্যের গলার শোনা যাচ্ছে পরিচিত অভিনেতাকে। এই ধরনের ডিপফেক ভিডিয়ো থেকে সাবধান করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওরফে SBI।