SBI Reward Points Scam

এক ক্লিকে গায়েব সব টাকা! রিওয়ার্ড পয়েন্টের নামে ভুয়ো মেসেজ থেকে সাবধান করল SBI

SBI Reward Points Scam - নতুন কায়দায় প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নামে ভুয়ো রিওয়ার্ড পয়েন্টের মেসেজ পাঠিয়ে জালিয়াতি শুরু হয়েছে দেশে।

Suvrodeep Chakraborty 4 Nov 2024 6:33 PM IST

ভারতের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠানের আড়ালে জালিয়াতি শুরু হয়েছে দেশজুড়ে। ভুয়ো এসএমএস এবং হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে সাবধান করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিওয়ার্ডস পয়েন্টের নাম করে করা হচ্ছে এই জালিয়াতি। বর্তমানে প্রচুর মানুষের অ্যাকাউন্ট রয়েছে এসবিআইয়ে। ব্যাঙ্কের তরফ থেকে গ্রাহকদের জন্য প্রতি লেনদেন দেওয়া হয় রিওয়ার্ড পয়েন্ট। সেটাকেই টার্গেট করে গ্রাহকদের পাঠানো হচ্ছে ভুয়ো লিঙ্ক ও এসএমএস।

ব্যাঙ্ক জানিয়েছে, এই লিঙ্কে ক্লিক করলে জালিয়াতির খপ্পরে পড়তে পারেন। এসবিআইয়ের তরফ থেকে এমন কোনও সন্দেহজনক মেসেজ বা মেসেজ পাঠানো হয়নি গ্রাহকদের। তাই এমন কোনও মেসেজ পেলে তা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

কী রিওয়ার্ডস পয়েন্ট দিয়ে থাকে এসবিআই?

প্রতি লেনদেন নির্দিষ্ট রিওয়ার্ডস পয়েন্ট দিয়ে থাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রতি পয়েন্টের মূল্য ২৫ পয়সা। যা একাধিক কাজে যেমন বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ, সিনেমার টিকিট, প্লেনের টিকিট, হোটেল বুকিং, গিফট কার্ড ইত্যাদি কিনতে কাজে লাগে।

কী ভুয়ো মেসেজ পাঠানো হচ্ছে?

ব্যাঙ্কের পোস্ট অনুযায়ী, গ্রাহকদের এসএমএস ও হোয়াটসঅ্যাপ মেসেজে যে বার্তা আসছে তাতে লেখা রয়েছে,

প্রিয় গ্রাহক অ্যাকাউন্ট- Yono SBI নেট ব্যাঙ্কিং পুরস্কার পয়েন্ট INR Rs.9895 এর মেয়াদ আজ শেষ হবে। রিডিম করার জন্য nct.short........ এই লিঙ্কে ক্লিক করুন৷

ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এসবিআই রিওয়ার্ড পয়েন্ট রিডিম করার জন্য ভুয়ো এসএমএস, হোয়াটসঅ্যাপ মেসেজ বা এপিকে ফাইল পাঠানো হচ্ছে। দয়া করে মনে রাখবেন এসবিআই কখনও এসএমএস বা হোয়াটসঅ্যাপে এই ধরনেরর বার্তা বা এপিকে শেয়ার করবে না। এই ধরনের কোনও লিঙ্কে ক্লিক করবেন না বা অজানা ফাইল ডাউনলোড করবেন না।

মূলত, এই ধরনের লিঙ্কে ক্লিক করা মাত্রই ক্ষতিকর ম্যালওয়্যার বা ভাইরাসের মাধ্যমে হ্যাক করা হয় মোবাইল ফোন। তারপর ব্যাঙ্কের পাসওয়ার্ড বা গোপন তথ্য অ্যাক্সেস করে আর্থিক প্রতারণা করা হয়। আপনি যদি এমন কোনও মেসেজ পেয়ে থাকেন তাহলে তৎক্ষণাৎ সেগুলি এড়িয়ে চলুন এবং ফোন থেকে ডিলিট করে দিন।

Show Full Article
Next Story