SBI গ্রাহকদের এই তারিখের আগে সারতে হবে জরুরি কাজ, নইলে বন্ধ হবে ব্যাঙ্কিং পরিষেবা

আপনার যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই (SBI) ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনার অবশ্যই পড়া উচিত। কারণ সম্প্রতি SBI-এর অফিসিয়াল…

আপনার যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই (SBI) ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনার অবশ্যই পড়া উচিত। কারণ সম্প্রতি SBI-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট মারফত ব্যাঙ্কের তরফে লক্ষ লক্ষ ইউজারকে তাদের প্যান কার্ডকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক (PAN Card Aadhaar Card Link) করার পরামর্শ দেওয়া হয়েছে। টুইটে প্যান আধার লিঙ্ক (PAN Aadhaar Link) করা বাধ্যতামূলক বলে উল্লেখ করেছে SBI৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, কোনোরকম বাধাবিপত্তি বা অসুবিধা ছাড়াই আগামী দিনে নিশ্চিন্তে, নির্বিঘ্নে ব্যাঙ্কিং পরিষেবা পাওয়ার জন্য ইউজারদের এই কাজটি করা একান্ত আবশ্যক।

আপনাদেরকে জানিয়ে রাখি, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ৩১ মার্চ, ২০২২। এবং কোনো ইউজার যদি তা না করেন, তাহলে এমত পরিস্থিতিতে তার প্যান ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীর ব্যাঙ্কিং পরিষেবাও বিঘ্নিত হতে পারে। এর আগে প্যান আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ৩১ সেপ্টেম্বর নির্ধারিত হলেও, পরে এই সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ, ২০২২ করা হয়েছে।

তাই আপনি যদি এখনও আপনার প্যান ও আধার কার্ড লিঙ্ক না করে থাকেন, তাহলে ভবিষ্যতে নির্বিঘ্নে এবং সাবলীল ব্যাঙ্কিং পরিষেবা পাওয়ার জন্য আজই প্যান আধার লিঙ্ক করে ফেলুন। অনলাইনে কীভাবে এই কাজটি করতে হবে, তা নীচে ধাপে ধাপে উল্লেখ করা হল।

কীভাবে অনলাইনে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করবেন

১) প্রথমে আপনাকে Income Tax-এর অফিসিয়াল সাইটে যেতে হবে, অথবা আপনি গুগল সার্চ বারে https://www.incometaxindiaefiling.gov.in/home ইউআরএল টাইপ করতে পারেন।

২) এই লিঙ্কে গেলেই হোমপেজের বাঁ দিকে আপনি Link Aadhaar অপশনটি দেখতে পাবেন।

৩) এবার আপনাকে Link Aadhaar অপশনে ক্লিক করতে হবে। এরপর একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে আপনাকে আপনার প্যান কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর এন্টার করতে বলা হবে। তারপর আধার কার্ডে যে নামটি রয়েছে, সেটি সহ আপনার মোবাইল নম্বর এন্টার করতে হবে।

৪) আপনার কাছে যে আধার কার্ড রয়েছে, তাতে যদি শুধুমাত্র আপনার জন্মসাল লেখা থাকে, তাহলে আপনাকে I have only year of birth in Aadhaar Card অপশনটি বেছে নিতে হবে। তারপর এর ঠিক নীচে থাকা I agree to validate my Aadhaar details বিকল্পটি নির্বাচন করুন।

৫) সবশেষে আপনার এন্টার করা যাবতীয় তথ্যগুলি একবার ভালো করে পড়ে নিন এবং তারপরে Link Aadhaar অপশনটিতে ক্লিক করুন; তাহলেই আপনার আধার প্যান লিঙ্ক করার কাজটি সুসম্পন্ন হবে।