একবার চার্জে চলবে ১২৫ কিমি, বাজারে আসছে নতুন বৈদ্যুতিক স্কুটার

অটোমোবাইল জগতের অন্যতম কোম্পানি SEAT Volkswagen ২০১৯ সালের শেষের দিকে ইলেকট্রিক টু হুইলার সেগমেন্টে নিজেদের ই স্কুটার লঞ্চের কথা ঘোষণা করেছিল। এইবার কোম্পানি বার্সোলোনায় আয়োজিত…

অটোমোবাইল জগতের অন্যতম কোম্পানি SEAT Volkswagen ২০১৯ সালের শেষের দিকে ইলেকট্রিক টু হুইলার সেগমেন্টে নিজেদের ই স্কুটার লঞ্চের কথা ঘোষণা করেছিল। এইবার কোম্পানি বার্সোলোনায় আয়োজিত Smart City Expo World Congress এ নিজেদের এই ই স্কুটারের কন্সেপ্ট প্রকাশ করেছে। জানা গেছে SEAT MO eScooter 125 দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে। চলুন জানা যাক স্কুটার টি সম্পর্কে।

ব্যাটারি :

SEAT কোম্পানির প্রথম ইলেকক্ট্রিক স্কুটার, SEAT MO eScooter 125 এ ৯ কিলওয়াটের মোটর দেওয়া হয়েছে যাকে রিয়াল হুইল এর সাথে যুক্ত করা হয়েছে। মোটরটিতে একটি ৫.৬ kWh লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। এটি একটি রিমুভেবল ব্যাটারি যা গাড়ি থেকে খুলে নিয়ে চার্জ দেওয়া ও সম্ভব বলে কোম্পানি জানিয়েছে। কোম্পানি দাবি অনুযায়ী, স্কুটারটিতে ফুল চার্জ দেওয়া হলে তা ১২৫ কিমি পর্যন্ত দূরত্ব সহজেই যেতে পারবে।

স্পিড :

SEAT MO দাবি করেছে যে এই স্কুটার ৩.৯ সেকেন্ডে ০ থেকে ৫০ কিমি পর্যন্ত গতিবেগ তুলতে সক্ষম। এছাড়া জানা গিয়েছে যে স্কুটারটির সর্বাধিক গতিবেগ ৯৫ কিমি/ঘন্টা হবে।

ডিজাইন :

SEAT MO eScooter 125 কে শহরে ব্যবহারের জন্য বানানো হয়েছে। ডিজাইনের দিক থেকে দেখতে গেলে এতে রাউন্ড হেডল্যাম্প ও অ্যাসিমেট্রিকাল ইন্সট্রুমেন্ট কন্সোল দেওয়া হয়েছে যা এই স্কুটারটিকে ইউনিক করে তোলে।

ফিচার :

ই স্কুটার ১২৫ এ দেওয়া হয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, জিও ফেসিং টেক, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কন্সোল। যার ফলে স্কুটারের লোকেশন খুব সহজে খোঁজা সম্ভব।

লঞ্চিং :

জানা গিয়েছে যে ই স্কুটারটি লঞ্চ হবে জুলাই মাসে।

MO eKickSchooter 65 :

এই ই স্কুটার টি ছাড়া কোম্পানি MO eKickSchooter 65 লঞ্চ করার কথা জানিয়েছে। এটিতে ৩৫০ ওয়াট ইলেকট্রিক মোটর এবং ৫৫১ Wh ব্যাটারি থাকবে। তবে স্কুটারটির টপ স্পিড হবে ২০ কিমি/ঘন্টা যা ই-স্কুটার হিসেবে অনেকটাই কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *