Simple Energy-র ফ্ল্যাগশিপ ইলেকট্রিক স্কুটার আসছে তিনটি কালারে, ফুল চার্জে চলবে ২৪০ কিমি

১৫ আগস্ট ধুমধাম করে পালিত হবে ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস৷ ইংরেজদের হাত থেকে মুক্তিলাভের সেই বিশেষ দিন হিসেবে ১৫ অগস্ট উদযাপিত হলেও, আরও একটি…

১৫ আগস্ট ধুমধাম করে পালিত হবে ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস৷ ইংরেজদের হাত থেকে মুক্তিলাভের সেই বিশেষ দিন হিসেবে ১৫ অগস্ট উদযাপিত হলেও, আরও একটি কারণে সুদূর ভবিষ্যতে এই দিনকে ভারতবাসী মনে রাখবে৷ কারণ ভারতে বৈদ্যুতিক গাড়িকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে সিম্পল এনার্জি (Simple Energy) সে দিন তাদের প্রথম ফ্ল্যাগশিপ স্কুটার সিম্পল ওয়ান (Simple One) লঞ্চ করবে৷ অফিসিয়াল লঞ্চের দিন ক্রমশ এগিয়ে আসতেই সিম্পল ওয়ানের ব্যাপারে টুকরো টুকরো তথ্য সামনে আসা শুরু করেছে৷ এরকমই একটি তথ্য নিজের টুইটার প্রোফাইল থেকে শেয়ার করলেন সিম্পল এনার্জির প্রতিষ্ঠাতা এবং সিইও সুহাস রাজকুমার (Suhas Rajkumar)

Simple One কালার

গতকাল সুহাস  টুইটে লিখেছেন, কালার অপশন – ৩৷ অর্থাৎ, সিম্পল এনার্জির প্রথম ফ্ল্যাগশিপ স্কুটার সিম্পল ওয়ান তিনটি রঙে আসবে৷ তবে কী কী রঙ সুহাস তা খোলসা করে বলেননি৷ টুইটের নীচে এক নেটাগরিক মন্তব্য করেছেন, স্বাধীনতা দিবসে লঞ্চ হলে এটি অরেঞ্জ, গ্রে, এবং গ্রিন কালার অপশনে আসতে পারে৷ অর্থাৎ, তার অনুমান, ভারতের জাতীয় পতাকার রঙের সাথে সাযুজ্য রেখে সিম্পল এনার্জি তাদের স্কুটার সে দিন লঞ্চ করবে৷ অবশ্য গ্রে বাদ দিলে বাকি দুই কালার অপশনে স্কুটার সচরাচর দেখা যায় না৷ যাই হোক, কোন কোন পেইন্ট অপশনে সিম্পল ওয়ান লঞ্চ হবে, তা শীঘ্রই জানা যাবে বলে আশা করা যায়৷

Simple One ব্যাটারি, রেঞ্জ, স্পিড, ফিচার

সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটার নিয়ে প্রত্যাশার পারদ চড়ার অন্যতম কারণ হল ড্রাইভিং রেঞ্জ। এতে ৪.৮ কিলোওয়াট লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে৷ ইকো মোডে স্কুটারটি একটানা ২৪০ কিমি চলতে পারবে। সিম্পল ওয়ানের সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় ১০০ কিমির কাছাকাছি হবে। ০-৫০ কিমি/ঘন্টা গতি তুলতে সময় নেবে মাত্র ৩.৬ সেকেন্ড।

এছাড়া সিম্পল ওয়ান ক্লাউড কানেক্টিভিটি, ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনস্ট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ, কল রিসিভিং, মিউজিক প্লেব্যাক সহ নানা অত্যাধুনিক ফিচারের সাথে আসবে৷

Simple One সম্ভাব্য দাম ও লভ্যতা

সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটার প্রথমে বেঙ্গালুরু, চেন্নাই, এবং হায়দরাবাদ এবং পরে অন্যান্য শহরে পা রাখবে। সিম্পল ওয়ানের দাম ১.১০ লাখ থেকে ১.২০ লক্ষ টাকার মধ্যে রাখা হতে পারে। আবার ফেম-টু ভর্তুকি পেলে ক্রেতারা আরও কমে সেটি কেনার সুযোগ পাবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন