বাজারে এল Singer 3-in-1 সেলাই মেশিন, এবার লাখ টাকার কমে শুরু করতে পারেন নিজের ব্যবসা

Singer 3 in 1 Sewing Embroidery Quilting Machine Launched: শুধু সুজলা-সুফলা-শস্য-শ্যামলা নয়, বর্তমানে প্রযুক্তি এবং বিজ্ঞানের দিক দিয়ে ভারত বিশ্বের অন্যতম দ্রুত উন্নয়নশীল দেশ। এই…

Singer 3 in 1 Sewing Embroidery Quilting Machine Launched: শুধু সুজলা-সুফলা-শস্য-শ্যামলা নয়, বর্তমানে প্রযুক্তি এবং বিজ্ঞানের দিক দিয়ে ভারত বিশ্বের অন্যতম দ্রুত উন্নয়নশীল দেশ। এই এক দশকে দেশে ডিজিটাল বিপ্লব এসেছে এবং বেশিরভাগ কাজই এখন অনলাইনে হচ্ছে। তাছাড়া ফোন থেকে করে হাতঘড়ি, টিভি ইত্যাদি নানা নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে ‘স্মার্ট’ – ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটরের মতো সবকিছুই উন্নত বৈশিষ্ট্যের সাথে বাজারে আসতে শুরু করেছে। সেক্ষেত্রে এবার ভারত সেলাই মেশিনের ক্ষেত্রেও একটি বিশাল আপগ্রেড হাজির করল।

আসলে সম্প্রতি দেশের অন্যতম বড় সেলাই মেশিন বিক্রেতা সংস্থা Singer India, SE9185 মডেল নম্বরসহ তার লেটেস্ট 3-in-1 সেলাই মেশিন চালু করেছে৷ এই নতুন সেলাই মেশিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল Wi-Fi কানেক্টিভিটি এবং LCD ডিসপ্লে। যারা ছোটোখাটো ব্যবসার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাদের ক্ষেত্রে এই যন্ত্রটি বেশ কাজে আসবে। কীভাবে? চলুন, এখন এক নজরে দেখে নিই নতুন Singer SE9185 3-in-1 সেলাই মেশিনের বৈশিষ্ট্যাবলী, দাম ও লভ্যতা সংক্রান্ত তথ্য।

নতুন Singer SE9185-এর ফিচার: সাধারণ সেলাই মেশিন থেকে কতটা আলাদা?

সিঙ্গার ইন্ডিয়ার লেটেস্ট সিঙ্গার এসই৯১৮৫ সেলাই মেশিনে ৭ ইঞ্চির বড় টাচ স্ক্রিন রয়েছে। সাথে আছে ওয়াই-ফাই সংযোগের সুবিধাও, যার মাধ্যমে এর ব্যবহারকারীরা ২৫০টিরও বেশি (পাখি, বাটনফ্লাই, টাইগার, ক্যামেরা, হিল, লিপস্টিক, ফুল ইত্যাদির মতো অনেক বিল্ট-ইন নকশা) ডিজাইন, ৪ ধরনের সেলাই ফন্ট এবং ৭ রকমের ওয়ান-স্টেপ বাটনহোল অ্যাক্সেস করতে পারবেন। সংস্থার দাবি অনুযায়ী, সেলাই মেশিনটির সাধারণ স্পিড ৮৫০ এসপিএম এবং এমব্রয়ডারি ​​স্পিড ৪৫০ এসপিএম। বিশেষ বিষয় হল যে, এতে ১০০ এমবি ক্লাউড স্টোরেজ ফ্রি মিলবে।

এছাড়াও কাজ করার সময় যদি কোনোভাবে বিদ্যুৎ শক্তির সাপ্লাই বন্ধ হয়ে যায়, তাহলেও মেশিনে নকশা বা ডিজাইনের পুনর্নির্মাণ শুরু করা যাবে। এমনকি সেলাই মেশিনটি দিয়ে কুইল্টিংও করা সম্ভব হবে। ব্যবহারকারীরা ‘MySewnet’ মোবাইল অ্যাপ থেকে এটি নিয়ন্ত্রণ করতে পারবেন – অ্যাপের সাহায্যে সহজেই যেকোনো জায়গা থেকে নকশা পর্যবেক্ষণ করার পাশাপাশি কাজ কতদূর এগিয়েছে বা কত থ্রেড বাকি আছে, সে সম্পর্কে তথ্য পাওয়া যাবে। আবার ওয়াই-ফাই জোনের বাইরে থাকলেও অ্যাপটি সংযুক্ত থাকবে কারণ লোকাল নেটওয়ার্কের বাইরে গেলেও মেশিনটি ইমেইল আইডির সাথে কানেক্ট থাকে।

নিঃসন্দেহে সিঙ্গারের এই সেলাই মেশিন যে বেশ যুগান্তকারী তাতে সন্দেহ নেই। সেক্ষেত্রে ১৭০ বছর পুরোনো সিঙ্গার ইন্ডিয়া কোম্পানির এমডি এবং ভাইস চেয়ারম্যান রাকেশ খান্না বলেছেন যে, তাঁরা এই ‘গেমচেঞ্জার’ মেশিনটি লঞ্চ করতে পেরে অত্যন্ত আনন্দিত। এর সাহায্যে যেকেউ তাদের সৃজনশীলতা প্রকাশ করতে পারবে, এমনকি এমব্রয়ডারি না শিখেও কেবল সফ্টওয়্যার এবং অ্যাপের মাধ্যমে সেলাই মেশিনে ইচ্ছেমতো ডিজাইন তৈরি করতে পারবে।

নতুন Singer SE9185-এর দাম, উপলভ্যতা

কোম্পানির ঘোষণা অনুযায়ী, তাদের Singer SE9185 সেলাই মেশিনটি বিহার, দিল্লি, হরিয়ানা, ঝাড়খণ্ড, কেরালা, পাঞ্জাব, তেলেঙ্গানা এবং উত্তর প্রদেশসহ সারা দেশে সিঙ্গারের অফলাইন স্টোরগুলিতে একচেটিয়াভাবে পাওয়া যাবে। এছাড়াও, এই ৩-ইন-১ সেলাই মেশিনটি অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)-তেও উপলব্ধ হয়েছে, চাইলে সিঙ্গারের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও মেশিনটি কেনা যেতে পারে। এই নতুন মেশিনের এমআরপি (MRP) ১ লাখ টাকা, কিন্তু লঞ্চ অফারের অধীনে এটি ৮৫,০০০ টাকায় মিলবে।

প্রসঙ্গত, মেশিন কেনার পর কোনো ত্রুটি দেখা গেলে সংস্থা ডোরস্টেপ পরিষেবা সরবরাহ করবে। যেকোনো সমস্যার ক্ষেত্রে ক্রেতারা সিঙ্গারের ১৮০০১০৩-৩৪৭৪ হেল্পলাইন নম্বরে কল করে তাদের অভিযোগ নথিভুক্ত করতে পারেন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন