Skoda Price Hike: নতুন বছর থেকেই ভারতে স্কোডার গাড়ির দাম বাড়ছে

ভারতে গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করল স্কোডা ইন্ডিয়া (Skoda India)। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ২০২২-এর ১ জানুয়ারি থেকে...
SHUVRO 18 Dec 2021 7:28 PM IST

ভারতে গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করল স্কোডা ইন্ডিয়া (Skoda India)। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ২০২২-এর ১ জানুয়ারি থেকে গাড়ির মূল্য সর্বোচ্চ ৩ শতাংশ বাড়ানো হবে। মডেল অনুযায়ী গাড়ির দাম কতটা বাড়বে, তা ঘোষণা করা হয়নি। তবে সেটা ভ্যারিয়েন্টের উপর নির্ভর করবে বলেই অনুমান করা যায়।

স্কোডা অটো ইন্ডিয়ার ব্র্যান্ড ডিরেক্টর জ্যাক হলিস (Jac Hollis) বলেছেন, ব্যবসা পরিচালনার খরচ-সহ ইনপুট কস্ট মাথাচাড়া দিয়ে ওঠার ফলে গাড়ির দামবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গাড়ির দাম বাড়ালেও, ক্রেতাদের কেনাকাটার উপর যাতে নেতিবাচক প্রভাব কম পড়ে, সে দিকেও নজর রাখা হচ্ছে। আমরা ভারতে স্কোডা ব্র্যান্ড তৈরি করার লক্ষ্যে, কোয়ালিটি এবং বেস্ট ভ্যালু অফার করে যাবো।"

উল্লেখ্য, সামনের বছর থেকে ভারতে যাত্রী ও বাণিজ্যিক গাড়ির দাম যেমন বাড়ছে, তেমনই দু'চাকার গাড়িও আরও দামী হতে চলেছে। কাঁচামাল ও গাড়ি শিল্পের বিভিন্ন উপকরণের মূল্যবৃদ্ধি, চিপের অপ্রতুলতা, প্রভৃতি কারণে ডুকাটি, টাটা, অডি ইতিমধ্যেই তাদের বিভিন্ন মডেলের দাম বাড়াবে বলে ঘোষণা করেছে।

সামনের বছর স্কোডার নতুন গাড়ির প্রসঙ্গে আসলে, সবার প্রথমে লঞ্চ হতে চলেছে Kodiaq Facelift। যা স্টাইলিং আপগ্রেড এবং নতুন পেট্রোল ইঞ্জিনের সঙ্গে আসবে। তারপর স্কোদা তাদের মিড-সাইজ Slavia সেডান লঞ্চ করবে। Rapid-এর এই সাক্সেসর মডেলটি গত মাসে সামনে আনা হয়েছিল। স্কোডা সম্প্রতি দক্ষিণ ভারতে তাদের সেলস টাচপয়েন্টের সংখ্যা বাড়িয়েছে। ভারতের দক্ষিণ প্রান্তে সংস্থাটির বর্তমানে ৭০টি টাচপয়েন্ট বর্তমান। ফলস্বরূপ ৯০ শতাংশ গ্রোথের মুখ দেখেছে তারা।

Show Full Article
Next Story