Drone: ড্রোনে করে মুহুর্তে খাবার পৌঁছে যাবে আপনার কাছে, পরীক্ষা সফল হল এই সংস্থার
এবার বাড়ির ব্যালকনিতে বসে জিভে জল আনা পছন্দের রকমারি খাবার ডেলিভারি পেতে তৈরি থাকুন! কারণ সোমবার অর্থাৎ গত পরশু দেশীয়...এবার বাড়ির ব্যালকনিতে বসে জিভে জল আনা পছন্দের রকমারি খাবার ডেলিভারি পেতে তৈরি থাকুন! কারণ সোমবার অর্থাৎ গত পরশু দেশীয় ড্রোন (Drone) স্টার্টআপ Skye Air Mobility, আকাশপথে ড্রোনের মাধ্যমে খাবার সরবরাহে বড় সাফল্য লাভ করেছে। সংস্থাটির তরফ থেকে দাবি করা হয়েছে যে নিজেদের আনম্যানড এরিয়েল ভেহিকেল (UAV) ব্যবহার করে তারা ২০ কিলোমিটার দূরে অবস্থিত কিওরফুডসের (Curefoods) ক্লাউড কিচেন স্টার্টআপে হিমায়িত খাবার পৌঁছে দিয়েছে। সর্বাপেক্ষা বড় কথা, এর জন্য সময় খরচ হয়েছে মাত্র ৩০ মিনিট!
৩০ মিনিটে পাড়ি ২০ কিলোমিটার - দেশীয় ড্রোন কোম্পানির ট্রায়ালে মিললো 'অবাক' ফলাফল!
আজ্ঞে হ্যাঁ, আকাশপথে সামান্য ৩০ মিনিটে ২০ কিমি দূরত্ব অতিক্রম! ড্রোনের মাধ্যমে এহেন ঠান্ডা খাবার সরবরাহের নজির প্রায় বিরল বললেই চলে। ফলে স্বাভাবিকভাবেই স্কাই এয়ার মোবিলিটি কর্তৃক অর্জিত এই সাফল্যে উৎসাহিত সকলেই। এমনকি এর ওপর ভর করে কিওরফুডস (Curefoods) অদূর ভবিষ্যতে গুরগাঁও এলাকায় খাবার সরবরাহের ব্যবসা (B2C বা Business to Consumer) চালু করতে আগ্রহী।
উল্লেখ্য, স্কাই এয়ার মোবিলিটির ট্রায়ালে ব্যবহৃত অত্যাধুনিক ড্রোনগুলি তাপমাত্রা নিয়ন্ত্রণযোগ্য বাক্সে ৫ কেজি পর্যন্ত ওজন (খাবার) বহন করতে সক্ষম হয়েছে। শুধু তাইই নয়, এক্ষেত্রে খাবার টাটকা রাখতে তাকে -২০° সেলসিয়াস তাপমাত্রায় সম্পূর্ণ হিমায়িত অবস্থায় ক্লাউড কিচেনে পৌঁছে দেওয়া হয়েছে।
এভাবে ড্রোনের মাধ্যমে খাবার সরবরাহের প্রসঙ্গে বলতে গিয়ে স্কাই এয়ার মোবিলিটি সংস্থার সিইও অঙ্কিত কুমার জানিয়েছেন যে এই প্রথম তারা এধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। বর্তমানে ট্রায়ালের মাধ্যমে তারা এভাবে খাবার বা অন্য কোনও পণ্য পৌঁছে দেওয়ার বাস্তবোপযোগিতা, প্রয়োগসাধ্যতা প্রভৃতি বিষয়গুলি খতিয়ে দেখছেন। তবে ভবিষ্যতে তারা যে বাণিজ্যিকভাবেই উক্ত ব্যবসায় পদার্পণ করতে ইচ্ছুক, তা অঙ্কিত কুমার স্পষ্টভাবেই স্বীকার করেছেন।
প্রসঙ্গত জানিয়ে রাখি, স্কাই এয়ার কর্তৃক এখন পর্যন্ত ব্যবহৃত সবচেয়ে ভরসাযোগ্য ইউএভি (UAV) মডেলটি হল Skye Ship One, যা সর্বাপেক্ষা সুরক্ষিত উড়ান এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের সুবিধা প্রদানের জন্য পরিচিত। ১২০০ -রও বেশি সফল উড়ান সম্পন্ন করে এই Skye Ship One বর্তমানে সারা ভারতের সবচেয়ে ভরসাযোগ্য ড্রোন।