Smartphone Unlock: আপনার শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে আনলক হবে স্মার্টফোন, আসছে নতুন প্রযুক্তি
ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্টের মতো ফিচার যখন স্মার্টফোনে এসেছিল, তখন দাবি করা হয়েছিল যে এই সিকিউরিটির কোনো বিকল্প নেই।...ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্টের মতো ফিচার যখন স্মার্টফোনে এসেছিল, তখন দাবি করা হয়েছিল যে এই সিকিউরিটির কোনো বিকল্প নেই। তবে সময়ের সাথে সাথে এখানেও সমস্যা দেখা দেখা দিয়েছে। আসলে কেউ ঘুমন্ত মানুষের আঙুল ব্যবহার করেও ফোন আনলক করতে পারে।
তাই এই সমস্ত সুরক্ষা ব্যবস্থাও এখন ভেঙে পড়েছে। তবে মন খারাপ করবেন না, শীঘ্রই আপনি নিঃশ্বাসের মাধ্যমে আপনার ফোন আনলক করতে সক্ষম হবেন। অর্থাৎ মৃত ব্যক্তির ফোন আনলক করা যাবে না, যেমনটা ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে সম্ভব।
মহেশ পঞ্চাগ্নুলা এবং চেন্নাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির একদল পরীক্ষক এই দাবি করেছেন। তারা জানিয়েছে, বায়ুচাপ সেন্সরের জন্য সংগৃহীত শ্বাস-প্রশ্বাসের তথ্য নিয়ে এই পরীক্ষা করা হয়েছে। দলটির লক্ষ্য এই ডেটার সাহায্যে এআই মডেল তৈরি করা।
গবেষক দলের মতে, একবার তাদের এআই মডেল কারও শ্বাস-প্রশ্বাসের ডেটা বিশ্লেষণ করলে, এটি ৯৭ শতাংশ নির্ভুলতার সাথে যাচাই করতে পারবে যে এটি কোন ব্যক্তির শ্বাস।