ভারত সরকারের বড় সতর্কবার্তা, যেখানে সেখানে ফোন চার্জ দিয়ে বিপদ ডেকে আনছেন না তো?

বর্তমানে অনেকেই আছেন যারা ভ্রমণের সময় পাবলিক ইউএসবি চার্জার (Public USB Charger) থেকে স্মার্টফোন চার্জ করে থাকেন। আর আপনিও যদি এই কাজ করে থাকেন, তাহলে…

বর্তমানে অনেকেই আছেন যারা ভ্রমণের সময় পাবলিক ইউএসবি চার্জার (Public USB Charger) থেকে স্মার্টফোন চার্জ করে থাকেন। আর আপনিও যদি এই কাজ করে থাকেন, তাহলে বলে রাখি, এই অসাবধানতা আপনাকে বড়সড়ো বিপদে ফেলতে পারে। আর সম্প্রতি এমনই নির্দেশ দিয়েছে ভারত সরকার। প্রকৃতপক্ষে, ভারত সরকার স্মার্টফোন ব্যবহারকারীদের “USB Charger Scam” সম্পর্কে সতর্ক করেছে, যা মূলত পাবলিক ইউএসবি পোর্ট ব্যবহার করা কালিন ডিভাইসগুলিকে নিশানা করে থাকে।

সম্প্রতি ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম অর্থাৎ CERT-In দেশবাসীকে বিমানবন্দর, হোটেল, বাসস্টেশন, রেলওয়ে স্টেশন এবং ক্যাফের মতো স্থানে উপলব্ধ ফোন চার্জিং স্টেশনগুলি ব্যবহার না করার পরামর্শও দিয়েছে। তারা জানিয়েছে যে, সাইবার অপরাধীরা প্রতারণা করার জন্য এই ধরনের স্থানে ইন্সটল করা পাবলিক ইউএসবি চার্জার ব্যবহার করতে পারে, যাকে বলা হয় জুস জ্যাকিং।

জুস জ্যাকিং কি?

জুস জ্যাকিং স্ক্যামে সাইবার অপরাধীরা চার্জারে সংযুক্ত ডিভাইসগুলি থেকে ডেটা চুরি করতে বা সেগুলিতে ম্যালওয়্যার ইনস্টল করার জন্য ব্যবহার করে।

যদিও এই সমস্যাটি এখনো ব্যাপক মাত্রা ধারণ করেনি, তবুও স্মার্টফোন ব্যবহারকারীদের এই বিপদ সম্পর্কে সচেতন থাকা উচিত। আর তাই সিইআরটি-ইন সকল ব্যবহারকারীদের এই সমস্যা সম্পর্কে অবহিত করেছে এবং তাদের ডিভাইসগুলিকে সুরক্ষিত রাখার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বলেছে।

কিভাবে জুস জ্যাকিং এড়িয়ে যাবেন?

সিইআরটি-ইন-এর মতে খুব সহজেই যে কোনো প্রতারক এই কাজ করতে পারে। তাই পাবলিক চার্জিং পয়েন্ট থেকে ফোন বা ট্যাবলেট চার্জ করার সময় সর্বদা কয়েকটি বিষয় মনে রাখা প্রয়োজন। যথা-

ভ্রমণের সময় ফোন চার্জ করার জন্য পাবলিক ইউএসবি চার্জারের পরিবর্তে ট্র্যাডিশনাল ইলেকট্রিক্যাল পাওয়ার আউটলেটগুলি ব্যবহার করা উচিত। কারণ, এটি করলে সমস্যা কিছুটা হলেও এড়ানো যায়। তাই ব্যবহারকারীদের সর্বদা একটি পাওয়ার অ্যাডাপ্টার নিজের সঙ্গে রেখে দেওয়া দরকার।

বর্তমানে বাজারে অনেক ফাস্ট চার্জিং এবং বড় ব্যাটারি ক্ষমতা সম্পন্ন পাওয়ার ব্যাঙ্ক উপলব্ধ। তাই পাবলিক চার্জিং পয়েন্ট এড়িয়ে যাবার আর একটি ভালো উপায় হলো পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করা।

সর্বদা স্মার্টফোন বা ট্যাবলেটে শক্তিশালী লক ব্যবহার করুন।

অজানা ডিভাইসের সাথে স্মার্টফোন এবং ট্যাবলেট সংযুক্ত করবেন না।

আপনি যদি নিরুপায় হয়ে কখনো কোনো পাবলিক চার্জিং পয়েন্ট থেকে চার্জ করেন, তাহলে অবশ্যই ফোনটি প্লাগ ইন করার আগে সুইচ অফ করে দেবেন। কারণ, এটি সাইবার অপরাধীদের দ্বারা ডিভাইস টার্গেট করার ঝুঁকি হ্রাস করে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন