আকছার হচ্ছে স্মার্টফোন বিস্ফোরণ! সাবধান না থাকলে এই ছোট্ট ভুল কেড়ে নিতে পারে আপনার প্রাণ

হালফিল সময়ে স্মার্টফোন যেমন জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, ঠিক তেমনি স্মার্টফোন বিস্ফোরণ বেশ স্বাভাবিক বিষয়...
Anwesha Nandi 14 Feb 2022 11:47 PM IST

হালফিল সময়ে স্মার্টফোন যেমন জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, ঠিক তেমনি স্মার্টফোন বিস্ফোরণ বেশ স্বাভাবিক বিষয় দাঁড়িয়েছে। গতবছর OnePlus Nord 2-এর অনেকগুলি মডেল ব্লাস্ট হয়েছে। Galaxy Note 7 ফোনে ধরেছে আগুন। আবার Samsung-এরই Galaxy A21-এ আগুন লেগে যাওয়ার পরে একটি আলাস্কা এয়ারলাইন্সের বিমান খালি করতে হয়েছে। এমনকি ফোনে আগুন ধরে যাওয়ার পরে একজন ভারতীয় ব্যবহারকারীর মৃত্যু হয়েছিল। এমতাবস্থায় স্মার্টফোনে বিস্ফোরণ বা আগুন লাগার কারণ কী এবং সেগুলো থেকে কীভাবে নিরাপদ থাকা যায় তা জানা খুবই জরুরি। তাই আসুন এই বিষয়গুলি সম্পর্কে বিশদে জেনে নিই।

স্মার্টফোন কেন বিস্ফোরিত হয়?

উৎপাদন ত্রুটি, প্রসেসর ওভারলোডিং এবং তৃতীয় পক্ষের চার্জার ব্যবহার করা স্মার্টফোনে আগুন ধরার কারণ হতে পারে, তবে বেশিরভাগ সময় ডিভাইসের ব্যাটারি বিস্ফোরণের কারণ হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে অত্যধিক তাপ এবং অতিরিক্ত চার্জিং একটি ফোন ব্যাটারিকে এক্সোথার্মিক ব্রেকডাউনের মধ্য দিয়ে নিয়ে যায় এবং এটিকে বিস্ফোরিত করে।

সতর্কতার জন্য কী করবেন?

যদি আপনার স্মার্টফোন থেকে প্লাস্টিকের পোড়া গন্ধ বেরোয় বা পপিং শব্দ শুনতে পান বা এটি গরম হয়ে যায় কিংবা ব্যাটারি তথা পিছনের প্যানেল ফুলে যায়, তাহলে অবিলম্বে আপনার দ্রুত এটি বন্ধ করা উচিত। তাছাড়া এটি চার্জিং থেকেও সরানো উচিত। ফোন ঠান্ডা হয়ে গেলে, তারপর সেটিকে সার্ভিস সেন্টারে পরীক্ষা করাতে নিয়ে যেতে হবে।

ফোন বিস্ফোরণ থেকে রক্ষা করার টিপস

১. ডিভাইস যাতে পড়ে না যায় সেদিকে খেয়াল রাখুন।

২. চরম তাপমাত্রা এবং সরাসরি সূর্যালোক এড়িয়ে চলুন।

৩. অতিরিক্ত চার্জ এড়ান।

৪. ব্যাটারির সাথে কাটাছেঁড়া করবেন না।

Show Full Article
Next Story
Share it