ফাস্ট চার্জিংয়ের চক্করে হতে পারে Smartphone নষ্ট! সাবধান, আপনিও এই কাজ করেন না তো?

ফাস্ট চার্জিং প্রযুক্তি এখন প্রায় প্রতিটি স্মার্টফোনের ব্র্যান্ডিংয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিগত কয়েক বছরে স্মার্টফোন ব্র্যান্ডগুলি তাদের হ্যান্ডসেটে দ্রুত চার্জ করার প্রযুক্তি যুক্ত…

ফাস্ট চার্জিং প্রযুক্তি এখন প্রায় প্রতিটি স্মার্টফোনের ব্র্যান্ডিংয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিগত কয়েক বছরে স্মার্টফোন ব্র্যান্ডগুলি তাদের হ্যান্ডসেটে দ্রুত চার্জ করার প্রযুক্তি যুক্ত করেছে, যার কারণে ফোনগুলি তাড়াতাড়ি চার্জ হয়ে যাচ্ছে। বর্তমান ব্যস্ত জীবনে বা ‘মেট্রো লাইফ স্টাইল’-এ এটি দারুণ সহায়ক বা কার্যকরী বিকল্প। কিন্তু ওই যে কথায় আছে যত ভাল তত খারাপ! ঠিক তেমনি এই ফাস্ট চার্জিং প্রযুক্তি যত বেশি উপকারী, ততই ক্ষতিকর হতে পারে।

আসলে, সব স্মার্টফোন এই প্রযুক্তি সাপোর্ট করে না। তাছাড়া প্রতিটি ফোনে আলাদা আলাদা চার্জিং ক্যাপাসিটি (যেমন ১৮ ওয়াট, ৩৩ ওয়াট, ৬৭ ওয়াট এমনকি ১২০ ওয়াট প্রযুক্তি) দেওয়া হয়ে থাকে। আর এই বিষয়গুলি মাথায় না রেখে ইউজাররা অজান্তে কিছু ভুল করে বসেন যার ফলে তাদের ফোন ডেড হয়ে যায় বা চালু হওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে যায়। এই ধরনের সমস্যা বিশেষ করে পুরানো ডিভাইসগুলিতে দেখা যায়।

পারতপক্ষে একটি স্মার্টফোন ডেড হওয়ার অনেক কারণ থাকতে পারে, তবে ফাস্ট চার্জিং এর জন্য দায়ী হতে পারে। আসলে, অনেকের অভ্যাস আছে যে তারা থার্ড পার্টি ফাস্ট চার্জার ব্যবহার করে ফোন দ্রুত চার্জ করেন। অনেকে ব্যবহার করেন ল্যাপটপ চার্জারও। কিন্তু যেহেতু সব ফোনে ফাস্ট চার্জিং সমর্থন পাওয়া যায় না, তাই এইসব দুর্ব্যবহারের ফলে ফোন বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে।

তাছাড়া এভাবে ফোনে ফাস্ট চার্জ করতে চাইলে সেটি দ্রুত গরম হয় এবং এর কারণে অনেক সময় মাদারবোর্ডে শর্ট সার্কিট হয়। উপরন্তু এতে ফোন বিস্ফোরণের পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে! তাই সবসময় আপনার ফোনের সাথে সেটির আসল এবং স্ট্যান্ডার্ড চার্জারটি ব্যবহার করুন…

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন