Sony Independence Day Sale 2024: ভারত তথা বিশ্ব ইলেকট্রনিক্স বাজারে জাপানি কোম্পানি সনি (Sony)-র জনপ্রিয়তা বরাবরই। সেক্ষেত্রে আপনি যদি সনির ভক্ত হয়ে থাকেন এবং হালফিলে টিভি, অডিও প্রোডাক্ট বা অন্যান্য কোনো আইটেম কেনার পরিকল্পনায় থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর! আসলে অ্যামাজন (Amazon), ফ্লিপকার্ট (Flipkart)-এর সেলের পাশাপাশি এবার এই প্রসিদ্ধ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ডের ভারতীয় শাখাটি তাদের স্বাধীনতা দিবস সেলের ঘোষণা করেছে। এই ইন্ডিপেন্ডেস ডে উদযাপনের দরুন সোনি ইন্ডিয়া (Sony India)-র স্মার্ট টিভি, সাউন্ডবার, স্পিকারসহ একাধিক প্রোডাক্ট বাম্পার ডিসকাউন্টে পাওয়া যাবে।
Sony Independence Day Sale-এ ব্রাভিয়া স্মার্ট টিভি পাবেন এই অফারে
সনি ইন্ডিপেন্ডেস ডে সেল চলাকালীন, কোম্পানির Sony Bravia 7, Bravia 8 এবং Bravia 9 স্মার্ট টিভি বিপুল সস্তায় মিলবে। যেমন, এক্ষেত্রে আপনি ২৫,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, একটি ফ্রি ইএমআই এবং একটি টিভি+ সাউন্ডবার কম্বো অফার পাবেন যেখানে সর্বমোট ৬৪,৯৯০ টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে।
সেলে Sony-র এই স্পিকারগুলি পাবেন দুর্দান্ত ছাড়ে
- Sony ULT Tower 10: স্বাধীনতা দিবসের বিক্রয়পর্বে এটি ৮৩,৯৯০ টাকায় মিলবে। এতে ৬ হাজার ক্যাশব্যাক দিচ্ছে সংস্থা।
- Sony SRS-XV900: এটি সেলে পাওয়া যাচ্ছে ৬০,৯৯০ টাকায়। এই স্পিকারে ৪,০০০ টাকা ক্যাশব্যাক উপলব্ধ।
- Sony MHC-V73D: এই স্পিকারটি ৪৪,৯৯০ টাকায় কেনা যাবে, যেখানে পাবেন ৩,০০০ টাকা ক্যাশব্যাক।
সনির সাউন্ডবারও পাবেন সস্তায়
- Sony HT-S20R: সনি ইন্ডিপেন্ডেস ডে সেলে এই অডিও প্রোডাক্ট ১৫,৯৯০ টাকায় পাওয়া যাবে।
- Sony HT-S400: এটি পাবেন ১৯,৯৯০ টাকায়।
- Sony HT-S40R: এই সাউন্ডবার ২,০০০ টাকা ক্যাশব্যাকসহ ২২,৯৯০ টাকায় বাড়ি আনা যাবে।