Sony LYTIA: মোবাইল ফোনের ক্যামেরায় এক নয়া যুগের সূচনা করতে চলেছে সনি, আনল নতুন ব্র্যান্ড

জনপ্রিয় জাপানি প্রযুক্তি সংস্থা সনি (Sony) তাদের ক্যামেরা লেন্সের পাশাপাশি একাধিক বৈদ্যুতিন পণ্যের জন্য সারা বিশ্বের বাজারে সমাদৃত। আজ সংস্থাটি তাদের নতুন LYTIA ব্র্যান্ডিংটি উন্মোচন…

জনপ্রিয় জাপানি প্রযুক্তি সংস্থা সনি (Sony) তাদের ক্যামেরা লেন্সের পাশাপাশি একাধিক বৈদ্যুতিন পণ্যের জন্য সারা বিশ্বের বাজারে সমাদৃত। আজ সংস্থাটি তাদের নতুন LYTIA ব্র্যান্ডিংটি উন্মোচন করেছে যা মার্কেটে সনির মোবাইল ইমেজ সেন্সরগুলিকে উপস্থাপন করবে। সনি সেমিকন্ডাক্টর সলিউশন কর্পোরেশন (SSS)-এর তরফ থেকে বলা হয়েছে যে, এই ব্র্যান্ডটি ভবিষ্যতের সমস্ত ক্যামেরা সেন্সরগুলির ওপর ফোকাস করবে। LYTIA সম্পর্কে আর কি কি তথ্য সামনে এল, চলুন জেনে নেওয়া যাক।

এবার নতুন LYTIA ব্র্যান্ডিংয়ের অধীনে আসবে Sony-এর ইমেজ সেন্সর

জাপানি টেক জায়ান্ট সনির নতুন সেন্সরগুলি লাইটিয়া ব্র্যান্ডিং বহন করবে এবং সেন্সরগুলিকে এই একই নামে প্রচার ও বাজারজাত করা হবে। উল্লেখযোগ্যভাবে, লাইটিয়া নামটি দুটি শব্দকে একত্রিত করে, যার মধ্যে রয়েছে “Lyra” (নক্ষত্রমণ্ডল) এবং “Light” (আলো) শব্দটি। কোম্পানি দাবি করেছে যে, নতুন লাইটিয়া ব্র্যান্ডেড ইমেজ সেন্সরগুলি ছবি তোলার ক্ষেত্রে ব্যবহারকারীদের “বিয়ন্ড ইম্যাজিনেশন” বা কল্পনার বাইরের অভিজ্ঞতা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে।

এছাড়াও সনি বিশ্বাস করে যে, LYTIA ব্যবহারকারীদের পক্ষে সেন্সরগুলিকে বোঝা সহজসাধ্য করে তুলবে। আর নতুন ব্র্যান্ডিংয়ের জন্য সনির ইমেজ সেন্সরগুলি স্মার্টফোনের বাজারে আরও ভালভাবে স্বীকৃত হবে এবং উচ্চ স্থান অধিকার করবে। বর্তমানে, কোম্পানি এখনও LYTIA-এর ভবিষ্যত বা আসন্ন পরিকল্পনা সম্পর্কিত বিশদ বিবরণ প্রকাশ করেনি। তাই এখনও পর্যন্ত এটুকুই নিশ্চিত হয়ে বলা যাচ্ছে যে, ব্র্যান্ডিংটি নতুন মোবাইল ইমেজ সেন্সরগুলিতে ফোকাস করবে।

উল্লেখ্য, সনি সাধারণত তাদের “IMX” ব্র্যান্ডিংয়ের অধীনে মোবাইল ইমেজ সেন্সরগুলি বাজারে আনে, যা এখনও পর্যন্ত বিভিন্ন কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিতেই দেখা যায়। কিন্তু এখন, আশা করা যায় যে অদূর ভবিষ্যতে সনির লেটেস্ট ক্যামেরাগুলির নামকরণে কিছু পরিবর্তন হবে। তবে, এসম্পর্কে বিস্তারিত জানতে সংস্থার আপডেটের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন