আরও দীর্ঘ ব্যাটারি লাইফ ও ANC ফিচার সহ আসছে Sony WH-1000XM5 হেডফোন, কেমন দাম রাখা হতে পারে?
Sony খুব শীঘ্রই তাদের জনপ্রিয় WH-1000XM4 হেডফোনের উত্তরসূরী লঞ্চ করবে বলে অনুমান করা হচ্ছে। অনলাইনে ইতিমধ্যেই আপকামিং...Sony খুব শীঘ্রই তাদের জনপ্রিয় WH-1000XM4 হেডফোনের উত্তরসূরী লঞ্চ করবে বলে অনুমান করা হচ্ছে। অনলাইনে ইতিমধ্যেই আপকামিং Sony WH-1000XM5 হেডফোনটির ডিজাইন ফাঁস হয়েছে। এর পাশাপাশি হেডফোনের স্পেসিফিকেশনগুলোও সামনে এসেছে। রিপোর্টগুলি দেখে মনে করা হচ্ছে যে হেডফোনটি শক্তিশালী ব্যাটারি এবং আরো ভালো এএনসি (ANC) ফিচার সহ আসবে। কিন্তু নতুন এই হেডফোনটি কবে লঞ্চ হবে সে বিষয়ে এখনও সংস্থার তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। চলুন Sony WH-1000XM5 হেডফোন সম্পর্কে আপাতত কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
Sony WH-1000XM5 হেডফোনের দাম ও লভ্যতা
ভারতে Sony WH-1000XM5 হেডফোনের দাম জানা যায়নি। তবে এর পূর্বসূরী অর্থাৎ WH-1000XM4 এর মূল্য রাখা হয়েছিল ২৯,৯০০ টাকা। এদিকে লিক হওয়া তথ্য অনুযায়ী, ব্ল্যাক এবং সিলভার এই দুটি কালার অপশনে ক্রেতাদের জন্য আসতে চলেছে নতুন এই হেডফোনটি।
Sony WH-1000XM5 হেডফোনের ফিচার এবং স্পেসিফিকেশন (সম্ভাব্য)
সম্প্রতি Sony WH-1000XM5 হেডফোনের রেন্ডার অনলাইনে শেয়ার করা হয়েছে। সেখান থেকে জানা গেছে, হেডফোনটি এর পূর্বসূরীর মতো প্রায় একই ডিজাইন বহন করবে। যদিও নতুন এই হেডফোনটিতে ছোট কিন্তু উল্লেখযোগ্য কিছু পরিবর্তন করা হবে। এর কানের প্যাকগুলি পূর্বসূরীর চেয়ে বড় এবং হেডব্যান্ডে পুরু প্যাডিং দেওয়া হবে। তাই নতুন এই হেডফোনটি আরো আরামদায়ক হবে বলে মনে করা হচ্ছে। এতে স্লাইডার না থাকলেও পরিবর্তে দেওয়া হবে অন এবং অফ বাটন। এছাড়া নয়েজ ক্যান্সলেশন এবং অ্যাম্বিয়েন্ট মোড এনাবেল করার জন্য থাকবে একটি নির্দিষ্ট বোতাম।
আপকামিং সনি হেডফোনের স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে এটি পূর্বসূরীর তুলনায় আরো ভালো ব্যাটারি লাইফ অফার করবে। সে ক্ষেত্রে এএনসি ফিচার অন থাকলে এটি ৪০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে বলে মনে করা হচ্ছে, যা এর পূর্বসূরী তুলনায় ১০ ঘন্টা বেশি। তবে এটি চার্জ হতে আরো বেশি সময় লাগবে বলে জানা গেছে। রিপোর্টে আরো বলা হয়েছে, এটি সম্পূর্ণভাবে চার্জ হতে সাড়ে তিন ঘণ্টা সময় নেবে। শুধু তাই নয় হেডফোনটিতে ব্যবহার করা হবে আরও শক্তিশালী চিপসেট। ফলে এটি আরও উন্নত কর্মক্ষমতা সম্পন্ন এএনসি ফিচার অফার করবে বলে আশা করা হচ্ছে।
জানিয়ে রাখি, Sony WH-1000XM4 হেডফোনের প্রতিটি ইয়ারকাপে ব্যবহার করা হয়েছে ৪০ এমএম ড্রাইভার। যা নিরবিচ্ছিন্নভাবে ভারি বিট পরিচালনা করতে পারে এবং ৪০ কিলোহার্ড পর্যন্ত ফ্রিকোয়েন্সি রেঞ্জ প্রদান করতে সক্ষম। শুধু তাই নয় হেডফোনটি স্পিক টু চ্যাট বৈশিষ্ট্যের সাথে আসছে। এর ফলে ইউজার যখনই অন্য কারোর সাথে কথা শুরু করবে, তখন নিজে থেকেই এটি মিউজিক বন্ধ করে দেবে এবং তাকে বাইরের আওয়াজ শুনতে সাহায্য করবে।