সুখবর, Sony Xperia 10 II, Xperia 10 III ফোনে আসছে Android 12 আপডেট
Sony তাদের বেশ কয়েকটি স্মার্টফোনের জন্য Android 12 রোল আউট করতে শুরু করেছে। ইতিমধ্যেই কোম্পানির Sony Xperia 5 III,...Sony তাদের বেশ কয়েকটি স্মার্টফোনের জন্য Android 12 রোল আউট করতে শুরু করেছে। ইতিমধ্যেই কোম্পানির Sony Xperia 5 III, Xperia 5 II, Xperia 1 III ফোনগুলি এই আপডেট পেয়েছে। এখন Sony জানিয়েছে, তাদের বেশ কয়েকটি দেশের Xperia 10 II ও Xperia 10 III ফোন ব্যবহারকারীরা নতুন Android 12 আপডেট পাবে।
উল্লেখ্য যে, Sony Xperia 10 II ফোনটি ২ বছর আগে বাজারে এসেছিল। তখন ফোনটি Android 10 অপারেটিং সিস্টেমে চলত। এর উত্তরসূরি হিসেবে গতবছর আসে Sony Xperia 10 III। এতে ছিল Android 11 অপারেটিং সিস্টেম।
এদিকে দুটি ফোনে নতুন আপডেট দেওয়ার কথা ঘোষণা করলেও, এর সম্পর্কে বিস্তারিত জানায়নি। অর্থাৎ আপডেটির ফার্মওয়্যার ভার্সন বা চেঞ্জলগ এর বিষয়ে জানা যায়নি। আবার আপডেটটি ঠিক কোন অঞ্চলের জন্য ছাড়া হয়েছে, তাও অজানা।
আপনি যদি Sony Xperia 10 II ও Xperia 10 III ফোন দুটির মধ্যে কোনো একটি ব্যবহার করেন এবং নতুন আপডেট এসেছে কিনা চেক করতে চান, তাহলে ফোনের Settings পেজে যান এবং সেখান থেকে Software update ট্যাবে ক্লিক করুন। মনে রাখবেন, ফোনে ৬০ শতাংশ চার্জ রেখে এবং ওয়াই-ফাইয়ের সাথে কানেক্ট করে আপডেট করা বুদ্ধিমানের কাজ হবে।