Xperia 1 III সহ ১৫ এপ্রিল লঞ্চ হচ্ছে Sony-র দুর্ধর্ষ তিনটি স্মার্টফোন

গ্লোবাল স্মার্টফোন ইন্ডাস্ট্রির ফ্ল্যাগশিপ ইভেন্ট হিসেবে পরিচিত MWC বা Mobile World Congress এর 2021 সংস্করণ আগামী ২৮ জুন — ১ জুলাই স্পেনের বার্সেলোনাতে অনুষ্ঠিত হবে।…

গ্লোবাল স্মার্টফোন ইন্ডাস্ট্রির ফ্ল্যাগশিপ ইভেন্ট হিসেবে পরিচিত MWC বা Mobile World Congress এর 2021 সংস্করণ আগামী ২৮ জুন — ১ জুলাই স্পেনের বার্সেলোনাতে অনুষ্ঠিত হবে। তবে কোভিড ১৯-এর কথা মাথায় রেখে Nokia, Ericssson, Google, Oracle এবং Sony-র মতো টেক কোম্পানি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সশরীরে উপস্থিত থাকতে পারছে না বলে জানিয়েছে। স্মার্টফোন প্রদর্শনের সেরা প্ল্যাটফর্ম MWC ইভেন্টটি এ বছরের মতো এড়িয়ে গেলেও সনি অবশ্য নেক্সট জেনারেশন স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা বাতিল করেনি।

সনি জানিয়েছে যে, আগামী ১৪ এপ্রিল তারা একটি স্পেশাল লঞ্চ ইভেন্ট রেখেছে। যেখানে সনি নতুন প্রোডাক্টের ঘোষণা করবে। প্রোডাক্টের নাম বা সংখ্যা নির্দিষ্টভাবে না বললেও, সনি যে পরবর্তী প্রজন্মের Xperia স্মার্টফোনের ওপর থেকে পর্দা সরাবে তা এক প্রকার নিশ্চিত। লঞ্চ ইভেন্টটি ভারতীয় সময় দুপুর ১টা থেকে শুরু হবে এবং সেটি সনির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

সনি ওই দিন কী কী প্রোডাক্ট লঞ্চ করবে তার ধারণা দেওয়ার জন্য Android Authority একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে একজন উইবো টিপস্টারের ফাঁস করা তথ্যকে উদ্ধৃত করা হয়েছে। টিপস্টারের মতে, Sony ১৪ এপ্রিল, Xperia 1 III, Xperia 10 III ও Xperia 5 III স্মার্টফোন লঞ্চ করবে।

তিনি Xperia 1 III এর স্পেসিফিকেশনও লিক করেছেন। জানা যাচ্ছে যে, স্মার্টফোনটি ৬.৫ ইঞ্চি 4K OLED ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট, ১২ জিবি র‌্যাম, ২৫৬ জিবি স্টোরেজ, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি পেরিস্কোপ ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। এছাড়া বাকি দুটি ফোনের ব্যাপারে বিশেষ কিছু জানা যায়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন