ভ্লগারদের জন্য কম দামি ক্যামেরা লঞ্চ করল Sony, টাচ ডিসপ্লে‌ সহ রয়েছে 20mm আল্ট্রা ওয়াইড লেন্স

Sony আজ ভারতে একটি সস্তা ক্যামেরা লঞ্চ করল। নতুন এই ক্যামেরার নাম Sony ZV-1F। কম্প্যাক্ট ডিজাইনের সাথে আসার কারণে এটি ভ্লগার ও ক্রিয়েটরদের জন্য আদর্শ।…

Sony আজ ভারতে একটি সস্তা ক্যামেরা লঞ্চ করল। নতুন এই ক্যামেরার নাম Sony ZV-1F। কম্প্যাক্ট ডিজাইনের সাথে আসার কারণে এটি ভ্লগার ও ক্রিয়েটরদের জন্য আদর্শ। আসুন Sony ZV-1F ক্যামেরার দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Sony ZV-1F-এর দাম

Sony-এর এই নতুন ভ্লগ ক্যামেরার দাম রাখা হয়েছে ৫০,৬৯০ টাকা। এটি সনি সেন্টার, আলফা ফ্ল্যাগশিপ স্টোর, সনির বিভিন্ন ডিলার, অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। আজ থেকেই এর সেল শুরু হয়ে গেছে।

Sony ZV-1F-এর ফিচার

সনির নতুন ক্যামেরা ইকো-ফ্রেন্ডলি বডি, রিসাইকেল মেটেরিয়াল দিয়ে তৈরি বডি ও ২০ এমএম আল্ট্রা ওয়াইড লেন্স সহ এসেছে। এই ভ্লগ ক্যামেরার সাথে জিপি-ভিপিটি২বিটি শুটিং গ্রিপার পাওয়া যাবে। এর সাথে থাকবে ওয়্যারলেস রিমোট কম্যান্ডার ও এক্সটার্নাল মাইক্রোফোন অ্যাটাচমেন্ট। এই ক্যামেরায় দেওয়া হয়েছে ৭.৫সেমি এলসিডি টাচ ডিসপ্লে। আবার এতে পাওয়া যাবে বোকেহ সুইচ বাটন।

Sony দাবি করেছে, ZV-1F ক্যামেরা দিয়ে স্টিল ছবি ক্যাপচার ও ভিডিও রেকর্ড করা যাবে। এতে রয়েছে RS CMOS সেন্সর, যা ২০.১ মেগাপিক্সেল রেজোলিউশন অফার করবে। এই লেন্সটি একটি ZEISS Tessar T* লেন্স। হাই কোয়ালিটি অডিও‌ রেকর্ডের জন্য এতে পাওয়া যাবে তিনটি মাইক। আবার নয়া এই ক্যামেরায় অটোফোকাস সহ সফট স্কিন এফেক্ট, ফেস প্রায়োরিটি, আই এএফ এর ফিচার সাপোর্ট করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন