সেই Splendor বাইকই কিনছে সবাই, Hero-র বিক্রিবাটার হাল হকিকত জানেন?

মোটরসাইকেল ও স্কুটার বিক্রির নিরিখে দীর্ঘদিন ধরে বিশ্বের বৃহত্তম টু-হুইলার সংস্থার তকমা নিজের দখলে রেখেছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)। ভারতেও বেচাকেনার দিক থেকে এরা শীর্ষস্থানে…

মোটরসাইকেল ও স্কুটার বিক্রির নিরিখে দীর্ঘদিন ধরে বিশ্বের বৃহত্তম টু-হুইলার সংস্থার তকমা নিজের দখলে রেখেছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)। ভারতেও বেচাকেনার দিক থেকে এরা শীর্ষস্থানে রয়েছে। সংস্থাটি জ্বালানি সাশ্রয়কারী একাধিক কমিউটার মোটরসাইকেল থেকে অফরোড গোত্রের মডেল অফার করে। যেমন Xpulse 200। এছাড়া বর্তমানে তারা আরও বেশকিছু মডেল লঞ্চের জন্য কাজ করছে। এদিকে এ বছর সেপ্টেম্বরে সংস্থার তিনটি মোটরবাইক সবচেয়ে বেশি বিক্রির অবদান রেখেছে। আসুন একনজরে সেগুলি দেখে নেওয়া যাক।

Hero Glamour

সেপ্টেম্বরে হিরোর সর্বাধিক বিক্রিত মোটরসাইকেলের মধ্যে তৃতীয় স্থানে ছিল Glamour। ১২৫ সিসির এই কমিউটার মোটরসাইকেলটি একাধিক ভ্যারিয়েন্টে উপলব্ধ। ভ্যারিয়েন্ট বিশেষে আবার ফিচারের তালিকাটিও ভিন্ন। বাইকটির বর্তমান বাজারমূল্য ৭৮,০০০ টাকা (এক্স-শোরুম)। সেপ্টেম্বরে এটি ৩৮,২৬৬ জন নতুন ক্রেতার মুখ দেখেছিল। তুলনাস্বরূপ ২০২১-এর সেপ্টেম্বরে এর ২৬,৮৬৬ ইউনিট বেচাকেনা হওয়ায় এবারে ৪২ শতাংশ বিক্রিতে অগ্রগতি ঘটেছে।

Hero HF Deluxe

সর্বাধিক বিক্রিত মোটরসাইকেলের দ্বিতীয় স্থানে রয়েছে Hero HF Deluxe। এটি ১০০ সিসির কমিউটার সেগমেন্টের অপর একটি জনপ্রিয় মোটরসাইকেল হল এটি। Glamour -এর মতো HF Deluxe-ও একাধিক ভ্যারিয়েন্টে উপলব্ধ। এর এক্স-শোরুম মূল্য ৬০,৩০৮ টাকা থেকে শুরু। সেপ্টেম্বরে বাইকটির চাবি মোট ৯৩,৫৯৬ জন গ্রাহকের হাতে তুলে দিয়েছে হিরো। যদিও আগের বছর ওই সময়ে ৪০,৯৪৩ ইউনিট বেশি বিক্রি হয়েছিল ।

Hero Splendor

সেপ্টেম্বরে হিরো মোটোকর্পের সবথেকে বেশি বিক্রিত মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে Hero Splendor। সংস্থার লাইনআপে অন্যতম প্রাচীনতম মডেল এটি। বিক্রিতে বরাবর সংস্থার শীর্ষস্থান দখল করে রাখে। সেপ্টেম্বরে Hero Splendor মোট ২,৬১,০৮১ জন গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছে। আগের বছর সেপ্টেম্বরে এর বেচাকেনার পরিমাণ ২,৪৬,০০৯ থাকায় এবারে বিক্রিতে ৬% উত্থান ঘটেছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন