Starlink in India: ভারতে ইন্টারনেট পরিষেবা দিতে সরকারের কাছে আবেদন করল ইলন মাস্কের সংস্থা SpaceX

এবার ভারতে খুব শীঘ্রই স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন ইলন মাস্ক (Elon Musk)। সম্প্রতি...
techgup 12 Oct 2022 11:48 PM IST

এবার ভারতে খুব শীঘ্রই স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন ইলন মাস্ক (Elon Musk)। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, Tesla ও SpaceX-এর সিইও ইলন মাস্ক তার Starlink ব্র্যান্ডের অধীনে ভারতে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য সরকারের কাছে গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন বাই স্যাটেলাইট (GMPCS) পারমিটের আবেদন করেছেন। যদিও পারমিট সরকারের তরফে এখনও মঞ্জুর হয়নি। তবে ইতিমধ্যেই এদেশে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট পরিষেবা প্রদান করার নিশ্চিত প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। ফলে বলতে দ্বিধা নেই যে, ভারতে নিজের সংস্থা কর্তৃক প্রদত্ত ইন্টারনেট সার্ভিস চালু করতে সম্পূর্ণভাবে প্রস্তুত ইলন মাস্ক। বলে রাখি, ভারতী গ্রুপের ওয়ানওয়েব (OneWeb) এবং রিলায়েন্স জিও (Reliance Jio)-র স্যাটেলাইট ইউনিটের পর Starlink তৃতীয় সংস্থা হিসেবে এই ধরনের পারমিটের জন্য সরকারের কাছে আবেদন করেছে।

বহু জলঘোলার পর অবশেষে হতে পারে সমঝোতা

আপনাদেরকে জানিয়ে রাখি, ভারতে স্টারলিঙ্কের পরিষেবা দেওয়া নিয়ে বহুদিন ধরেই বেশ জলঘোলা চলছে। উল্লেখ্য যে, গত বছর ভারতে নেট সার্ভিস দেওয়া নিয়ে বেশ উল্লেখযোগ্য তথা ইতিবাচক পদক্ষেপ নিয়েছিল স্টারলিঙ্ক। সংস্থার তরফে জানানো হয়েছিল যে, চলতি বছরেই তারা ভারতে ইন্টারনেট পরিষেবা দেওয়া শুরু করবে। কিন্তু মাঝপথে সরকারের অনুমতি না মেলায় ঘটে যায় চূড়ান্ত বিপত্তি, আর এর ফলে ভারতে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা আনতে গিয়ে হোঁচট খান টেসলা ও স্পেসএক্স কোম্পানির সিইও ইলন মাস্ক। তবে এবার সরকারি ছাড়পত্র মিললেই মাস্কের এই বহু পূর্বপরিকল্পিত প্ল্যান অবশেষে বাস্তবায়িত হবে।

DoT-এর কাছ থেকে একাধিক বিষয়ে অনুমোদন চাইতে পারে মাস্কের কোম্পানি

রিপোর্ট অনুযায়ী, ভারতে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য স্পেসএক্স সরকারের কাছ থেকে বিধিবদ্ধ অনুমোদন চাইবে বলে জানা গেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, সংস্থাটি স্থানীয় গেটওয়ে স্থাপনের জন্যও টেলিযোগাযোগ বিভাগ বা ডিওটি (DoT)-র কাছ থেকে অনুমোদন চাইতে পারে। তবে স্পেসএক্স ও ডিওটি এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

আপনাদেরকে জানিয়ে রাখি, ভারতে নিশ্চিতভাবে নিজেদের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা দেওয়া যাবে, এই আশা করে Starlink-এর তরফে গত বছর প্রি-বুকিং নেওয়া শুরু করা হলেও মাঝপথে তা বন্ধ করে দেওয়া হয়। কারণ, SpaceX -এর স্যাটেলাইট ব্রডব্যান্ড আর্ম Starlink ভারতে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা অফার করার জন্য লাইসেন্সপ্রাপ্ত নয়, এমনটাই দাবি করেছিল কেন্দ্রীয় সরকার। এবং সেজন্য কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে, প্রি-বুকিংয়ের জন্য সংস্থাটি গ্রাহকদের কাছ থেকে যত টাকা নিয়েছে, সেই সমস্ত টাকা যেন তাদেরকে অতি দ্রুত ফেরত দিয়ে দেওয়া হয়। ফলে এত বিপত্তির মধ্যে ভারতে Starlink-এর পরিষেবা দেওয়া একপ্রকার অনিশ্চিত হয়ে যায়। সেক্ষেত্রে এবার সত্যি সত্যিই সরকারের অনুমোদন পেয়ে ভারতে ইলন মাস্কের কোম্পানির এই ইন্টারনেট সার্ভিস উপলব্ধ হবে কি না, তা একমাত্র সময়ই বলতে পারবে।

Show Full Article
Next Story