আগামী বছরে চালু হতে পারে Starlink ব্রডব্যান্ড পরিষেবা, প্রতি সেকেন্ডে পাওয়া যাবে ১৫০ এমবিপিএস পর্যন্ত স্পিড

দিন-তিন চার আগেই শোনা গিয়েছিল যে এলন মাস্কের কোম্পানি SpaceX (স্পেসএক্স), এবার এদেশের বাজারে নিজের জনপ্রিয় Starlink (স্টারলিঙ্ক) ব্রডব্যান্ড পরিষেবা চালু করার জোর পরিকল্পনা করছে।…

দিন-তিন চার আগেই শোনা গিয়েছিল যে এলন মাস্কের কোম্পানি SpaceX (স্পেসএক্স), এবার এদেশের বাজারে নিজের জনপ্রিয় Starlink (স্টারলিঙ্ক) ব্রডব্যান্ড পরিষেবা চালু করার জোর পরিকল্পনা করছে। সংস্থাটি ইতিমধ্যেই ভারতে ব্যবসা পরিচালনার জন্য নতুন কার্যনির্বাহী নিয়োগ করেছে। যদিও কবে নাগাদ এই স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা চালু হবে, তা নিয়ে এতদিন কোনো তথ্য আমাদের কাছে ছিল না। তবে নতুন একটি রিপোর্ট অনুযায়ী, Starlink, আগামী বছরের ডিসেম্বর থেকে ভারতে তার ব্রডব্যান্ড পরিষেবা দিতে পারে। আর, এই ব্রডব্যান্ড পরিষেবা চালু হওয়ার সাথে সাথেই ভারতীয় ইউজাররা দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

Starlink-র তরফে কী বলা হয়েছে

স্টারলিঙ্কের কান্ট্রি ডিরেক্টর সঞ্জয় ভার্গব সম্প্রতি বলেছেন যে, ভারতে তাদের পরিষেবার প্রি-বুকিংয়ের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। এই পরিসংখ্যান আরো বেশি হলে সরকারের অনুমতি পাওয়া সংস্থার জন্য সহজ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এদিকে ভার্গব আরো নিশ্চিত করেছেন যে তাদের লক্ষ্য ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে ভারতে ২,০০,০০০ টার্মিনাল চালু করা।

সেক্ষেত্রে যদি তারা সরকারের কাছ থেকে অনুমোদন না পায়, তাহলে টার্মিনালের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক কম বা এমনকি শূন্যও হতে পারে। তবে সমগ্র ভারতে ব্যবসার অনুমোদন না পেলে, সংস্থাটি পাইলট প্রকল্পের অনুমোদন পাওয়ার চেষ্টা করবে বলে ভার্গব জানিয়েছেন। এখন কোম্পানি, দেশের গ্রামাঞ্চলে তার ব্রডব্যান্ড পরিষেবা সম্প্রসারিত করতে কাজ করছে। কিন্তু শোনা যাচ্ছে যে, তরল অক্সিজেন এবং সেমিকন্ডাক্টরের ঘাটতির কারণে স্টারলিঙ্ক কিটের রেট প্রভাবিত হয়েছে।

Starlink-এর ব্রডব্যান্ড পরিষেবায় কত খরচ হবে

সংস্থার মতে, বিটা পর্যায়ে তারা প্রতিটি ইউজারের কাছ থেকে ৯৯ ডলার (প্রায় ৭,৩৫০ টাকা) চার্জ নেবে। বদলে ইউজাররা প্রতি সেকেন্ডে ৫০ থেকে ১৫০ মেগাবাইট স্পিডে ডেটা পাবে। সেক্ষেত্রে স্টারলিঙ্ক ব্রডব্যান্ড পরিষেবা, দেশীয় অপারেটর রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়াকে বেশ টক্কর দেবে বলেই অনুমান একাংশের।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন