শহরের তুলনায় গ্রামে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা চালু করতে তৎপর Starlink India

আগামী বছরের মধ্যভাগ থেকে ভারতে স্যাটেলাইট নির্ভর ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহ করতে আগ্রহী SpaceX সংস্থার মালিকানাধীন স্টারলিঙ্ক (Starlink)। দেশের বাজারে প্রবেশের আগে তারা আপাতত সরকারি সম্মতির…

আগামী বছরের মধ্যভাগ থেকে ভারতে স্যাটেলাইট নির্ভর ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহ করতে আগ্রহী SpaceX সংস্থার মালিকানাধীন স্টারলিঙ্ক (Starlink)। দেশের বাজারে প্রবেশের আগে তারা আপাতত সরকারি সম্মতির অপেক্ষা করছে। কেন্দ্রীয় নিয়ামক সংস্থার কাছ থেকে আনুষ্ঠানিক সম্মতি মিললেই Starlink গ্রাহকদের নিজস্ব পরিষেবার আওতায় আনতে সচেষ্ট হবে। এক্ষেত্রে শহরাঞ্চলের পাশাপাশি অপেক্ষাকৃত গ্রামীণ এবং পিছিয়ে পড়া অঞ্চলের জন্য তাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।

শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে পরিষেবা সম্প্রসারণে জোর দিচ্ছে Starlink

প্রাথমিক ভাবনা অনুযায়ী শহরাঞ্চলের তুলনায় গ্রামীণ ও বিচ্ছিন্ন এলাকায় পরিষেবা সম্প্রসারণে জোর দিচ্ছে স্টারলিঙ্ক। ২০২২ সালের শেষে প্রায় ২ লক্ষ ডিভাইসে স্যাটেলাইট ভিত্তিক ব্রডব্যান্ড সংযোগ পৌঁছে দিতে সংস্থাটি তৎপর। এই ২ লক্ষ স্টারলিঙ্ক ডিভাইসের ৮০ শতাংশ গ্রামাঞ্চলের অন্তর্ভুক্ত হতে পারে। অন্তত সংস্থা তেমনটাই চাইছে। সুতরাং অবশিষ্ট ২০ শতাংশ ডিভাইস শহরাঞ্চলে উপস্থিত থাকবে।

এছাড়া আগামীদিনে দিল্লি ও দিল্লির নিকটবর্তী গ্রাম্য প্রদেশের যথাক্রমে ২০ ও ৮০টি স্কুলে বিনামূল্যে ১০০টি স্টারলিঙ্ক হার্ডওয়্যার কিট প্রদান করা হবে বলে স্পেসএক্সের সহযোগী স্যাটকম সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। একইসাথে দেশের নীতি আয়োগের সঙ্গে যৌথভাবে কাজ করে স্টারলিঙ্ক মোট ১২টি গ্রাম্য প্রদেশ বেছে নেবে। এক্ষেত্রে দেশের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ প্রতিটি প্রান্ত থেকে ৩টি করে প্রদেশ বেছে নেওয়া হবে।

স্টারলিঙ্কের উপরোক্ত উদ্যোগ সফল হলে গ্রামাঞ্চলে বসবাসকারীরাও ভবিষ্যতে উচ্চগতির স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা ব্যবহারের আস্বাদ পাবেন। এর ফলে বহু গ্রামীণ গোষ্ঠী ও সংগঠন উপকৃত হবে বলে স্টারলিঙ্ক কর্তৃপক্ষের দাবী।

তবে প্রাথমিক পরিকল্পনা বাস্তবায়িত করতে হলে Starlink সংস্থাকে খুব দ্রুত কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র আদায় করে নিতে হবে। তাছাড়া স্যাটকম সংস্থাগুলির জন্য ঠিক কিভাবে স্পেক্ট্রাম বরাদ্দ করা হবে, সেটা সরকার এখনো নিশ্চিত করে উঠতে পারেনি। এক্ষেত্রে স্যাটকম সংস্থাগুলি প্রশাসনিক নিয়ম মেনে স্পেক্ট্রাম প্রদানের দাবী করলেও, বিভিন্ন টেলিকম পরিষেবা সরবরাহকারীরা সেই দাবীর বিরোধিতা করেছে। স্পেক্ট্রাম বাটোয়ারার উদ্দেশ্যে তারা চিরাচরিত নীলাম পদ্ধতি গ্রহণের সমর্থক।