180 Km রাইডিং রেঞ্জের সাথে আত্মপ্রকাশ ঘটল Super Soco CT-3 ইলেকট্রিক ম্যাক্সি-স্কুটারের

এতদিন ধরে Super Soco-র ব্যবসায়িক গতিবিধি মূলত আকারে ছোট ইলেকট্রিক স্কুটারের বাজারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। গতানুগতিক ধারার বাইরে নতুন প্রোডাক্ট আনতে তাঁদেরকে খুব একটা দেখা…

এতদিন ধরে Super Soco-র ব্যবসায়িক গতিবিধি মূলত আকারে ছোট ইলেকট্রিক স্কুটারের বাজারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। গতানুগতিক ধারার বাইরে নতুন প্রোডাক্ট আনতে তাঁদেরকে খুব একটা দেখা যায়নি। তবে এবার চিত্রপট পাল্টে গেল। ২০২১ চীনা ইন্টারন্যাশনাল মোটোরসাইকেল ট্রেড এগজিবিশনে আত্মপ্রকাশ ঘটল Super Soco-র প্রথম ইলেকট্রিক ম্যাক্সি-স্কুটার CT-3 এর। বিদ্যুতচালিত প্রিমিয়াম টু-হুইলার সেগমেন্টে BMW CE-04-এর মতো মডেলের সঙ্গে পাল্লা দিতেই Super Soco CT-3 এর আবির্ভাব বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

উল্লেখযোগ্য বিষয় হল, Super Soco CT-3 ম্যাক্সি-স্কুটারটির ডিজাইন BMW-র অন্যান্য স্কুটারের থেকে অনুপ্রেরণা পেয়েছে। এটা নতুন বিষয় নয়, কারণ এর আগেও Ducati, KTM, এমনকি Royal Enfield-এর বাইকের সাথে বিভিন্ন চাইনিজ টু-হুইলারের সাদৃশ্য থাকতে দেখা গিয়েছে।

Super Soco CT-3 ব্যাটারি, রেঞ্জ, স্পিড

সুপার সোকো সিটি-৩ ইলেকট্রিক ম্যাক্সি স্কুটারে ৭.২ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি দেওয়া হয়েছে। শক্তিশালী এই ব্যাটারির দৌলতে একটানা ১৭০-১৮০ কিমি দৌড়তে পারবে সুপার সোকো সিটি-৩। ব্যাটারি পুরো চার্জ হতে সময় নেবে ৩ ঘন্টা। জায়েন্ট স্কুটারটি ১৮ কিলোওয়াটের বিশাল মোটরের সাথে এসেছে। যার ফলে এটি ঘন্টায় ১২৫ কিমি পর্যন্ত গতি তুলতে পারবে।

Super Soco CT-3 ফিচার

অন্যান্য আধুনিক বৈদ্যুতিক স্কুটারের মতো টিএফটি ড্যাশবোর্ড রয়েছে সুপার সোকো সিটি-৩ তে, যা স্মার্টফোন কাটেক্টিভিটি ও টার্ন-বাই-টার্ন নেভিগেশন সাপোর্ট করে। ৭ ইঞ্চির সেই ড্যাশবোর্ডে নানারকম ইলেকট্রনিক্স সেটিং অ্যাডজাস্ট করার সুবিধা পাওয়া যাবে। তা ছাড়া এতে স্কুটার সম্পর্কিত গুচ্ছের তথ্য ফুটে উঠবে। এটি ফেসিয়াল রিকগনিশন, পার্কিং অ্যাসিস্ট, এনএফসি স্মার্ট আনলকিংয়ের মতো ফিচারের সাথে এসেছে।

Super Soco CT-3 আর কয়েকমাসের মধ্যেই চিনে অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে। এটি চিনের পাশাপাশি ইউরোপের বাজারে বিক্রি হবে। ভারতে ইলেকট্রিক ম্যাক্সি-স্কুটারটির লঞ্চ হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ বলেই ধরে নেওয়া যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন