Suzuki Intruder 150: সুজুকির ক্রুজার বাইকের বিক্রি কমতে কমতে শূণ্যতে! উঠছে অবসরের দাবি

Suzuki Intruder 150-এর কি এবার অবসর গ্রহণ করা উচিৎ? বিক্রিবাটার যা শোচনীয় হাল, তাতে সেই প্রশ্ন উঠছে খোদ সুজুকি-র অন্দরে।...
SHUVRO 28 Jan 2022 10:05 PM IST

Suzuki Intruder 150-এর কি এবার অবসর গ্রহণ করা উচিৎ? বিক্রিবাটার যা শোচনীয় হাল, তাতে সেই প্রশ্ন উঠছে খোদ সুজুকি-র অন্দরে। গত বছরের সেপ্টেম্বরে বিক্রি হয়েছিল ২২৮টি। অক্টোবরে সেটা নেমে আসে দু'অঙ্কের ঘরে (৬৯)। নভেম্বরে ১৬ আর ডিসেম্বরে মাছি তাড়ানোর দশা। গত মাসে ভারতে একটাও Suzuki Intruder 150 বিক্রি হয়নি।

আবার মজার বিষয় হল, সুজুকি-র কয়েকজন ডিলার জানিয়েছেন, Suzuki Intruder 150 এখন বুকিং করলে হাতে পেতে মাস খানেক সময় লেগে যেতে পারে। বাইকটির চাহিদায় ভাটার কারণ হিসেবে অনেকেই বলতে পারেন, বর্তমানে ১৫০-১৬০ সিসি ক্রুজার সেগমেন্টে বাইকপ্রেমীদের নজর কাড়তে ব্যর্থ। কিন্তু সেই যুক্তি অন্তত এখানে খাটছে না।

Bajaj Avenger 160 Street গত নভেম্বর ও ডিসেম্বরে বিক্রি হয়েছে যথাক্রমে ১,৯৬৩ ও ২,০৫৫টি। বাজাজ-এর এই ক্রুজার বাইক Suzuki Intruder 150-এর চেয়ে যেমন ২১,০০০ টাকা সস্তা, তেমনই বেশি পারফরম্যান্স অফার করে। এর ফলে ১,২৮,৯০০ টাকা (দিল্লির এক্স-শোরুম মূল্য) দিয়ে Intruder কেনার লোক পাওয়া যাচ্ছে না।

সংশ্লিষ্ট মহলের একাংশের মত, Suzuki Intruder 150-এর আপগ্রেড ভার্সন বাজারে এলে ভাগ্য ফিরতে পারে। কিংবা একেবারে Intruder-এর ২৫০ সিসি অবতার বাজারে নিয়ে আসুক সুজুকি। তাতে কমদামি ক্রুজার সেগমেন্টে বাজাজকে টেক্কা দেওয়ার অস্ত্র হাতে পাবে তারা। উল্লেখ্য, ২০২০ সালেই Intruder 250-এর পেটেন্ট দাখিল করেছিল সুজুকি।

Show Full Article
Next Story