বেশি মাইলেজের স্কুটারের রমরমা, জানুয়ারিতে 21 শতাংশ বিক্রি বাড়িয়ে উচ্ছ্বাস Suzuki-র
ইতিবাচক ভঙ্গিতেই নতুন বছরের ইনিংস শুরু করল সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া (Suzuki Motorcycle India)। ২০২৩-এর প্রথম মাসে...ইতিবাচক ভঙ্গিতেই নতুন বছরের ইনিংস শুরু করল সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া (Suzuki Motorcycle India)। ২০২৩-এর প্রথম মাসে মোটামুটি ভালই বিকিয়েছে সংস্থাটির বাইক-স্কুটার। জানুয়ারিতে তাদের ৮৪,৯৬৬ ইউনিট টু-হুইলার বিক্রি হয়েছে। গত বছরের একই সময়ে যা ছিল ৭০,০৯২টি। অর্থাং বেচাকেনায় ২১.২ শতাংশ বৃদ্ধি।
ভারতীয় বাজারে বিক্রির পাশাপাশি এদেশ থেকে রপ্তানিকৃত দু'চাকা গাড়ির সংখ্যাও বেড়েছে লক্ষণীয়ভাবে। গত মাসে শুধুমাত্র এ দেশের গণ্ডিতেই ৬৬,২০৯ ইউনিট মডেল বিক্রি করতে পেরেছে সুজুকি। এর পাশাপাশি বিদেশে রপ্তানি করা হয়েছে ১৮,৭৫৭ টি বাইক-স্কুটার। এছাড়াও ২০২২ এর ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে তাদের ৩,০১৭ ইউনিট বেশি বিক্রি হয়েছে।
এদেশের বাজারে মূলত স্কুটারের লক্ষণীয় চাহিদার কারণেই সামগ্রিকভাবে ব্যবসায় উন্নতি ঘটাতে পেরেছে সুজুকি। একদিকে যেমন তেল সাশ্রয়ী স্কুটার হিসেবে প্রভূত জনপ্রিয়তা লাভ করেছে Suzuki Access 125। ঠিক তেমনই যুব প্রজন্মের কাছে বেশ ভাল রকম সুনাম অর্জন করেছে Avenis এবং Burgman Street। আর মোটরবাইকগুলির মধ্যে তরুণদের Suzuki Gixxer সিরিজ নিয়ে উন্মাদনা তো রয়েইছে।
প্রসঙ্গত, গতমাসেই অনুষ্ঠিত ২০২৩ এর অটো এক্সপো ইভেন্টে Gixxer 250 বাইকটির ফ্লেক্স ফুয়েল ভার্সন প্রদর্শিত করেছে এই জাপানি সংস্থা। যদিও বাইকটির আনুষ্ঠানিক লঞ্চ হতে অনেক দেরী। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সুজুকি E20 অর্থাৎ ২০% ইথানল যুক্ত পেট্রোল ইঞ্জিন মডেল নিয়ে আসতে চলেছে। এছাড়াও অদূর ভবিষ্যতে ভারতবর্ষের জন্য নতুন ব্যাটারি চালিত টু-হুইলার আনার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে সুজুকি।