Suzuki-র জয়জয়কার, ভারতে ব্যবসা শুরুর পর এই প্রথম এত বেশি মোটরসাইকেল ও স্কুটার বিক্রি করল!

ভারতের দুই চাকার বাজার Hero, Bajaj, Honda কিংবা TVS এর নিয়ন্ত্রণাধীন থাকলেও রিফাইন্ড ইঞ্জিন ও উন্নত প্রযুক্তির মাধ্যমে...
techgup 3 Oct 2022 4:49 PM IST

ভারতের দুই চাকার বাজার Hero, Bajaj, Honda কিংবা TVS এর নিয়ন্ত্রণাধীন থাকলেও রিফাইন্ড ইঞ্জিন ও উন্নত প্রযুক্তির মাধ্যমে দীর্ঘ সময় ধরেই দেবাসীর মন জিতে রেখেছে জাপানের জনপ্রিয় টু-হুইলার নির্মাতা সুজুকি মোটর কর্পোরেশন (SMC) এর শাখা সংস্থা সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (SMIPL)। সদ্য প্রকাশ পেয়েছে সংস্থার গত মাসের বিক্রির হিসাব-নিকাশ।

সেখানে দেখা গিয়েছে ২০০৬ সালে ভারতে ব্যবসা শুরুর পর সেপ্টেম্বরে সুজুকি এখনও পর্যন্ত এক মাসে সর্বাধিক বিক্রির রেকর্ড গড়েছে। গত মাসে ৮৬,৭৫০ ইউনিট টু-হুইলার বিক্রি করতে পেরেছে সুজুকি। গত বছরের সেপ্টেম্বর মাসের তুলনায় যা ২৭.৬% বেশি। তার মধ্যে শুধু ভারতের বাজারে সুজুকি বেচেছে ৭২,০১২ ইউনিট। আর দেশের বাইরে রপ্তানি করেছে ১৪,৭৩৮টি দু'চাকা।

অন্যদিকে চলতি বছরের এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত সুজুকির মোট বাইক ও স্কুটার বিক্রি হয়েছে ৪,৫৪,০৭০ ইউনিট। আগের বছরের ওই সময়ের চেয়ে বিক্রিবাটা বৃদ্ধির হার ২৫.৭%। সুজুকি মোটরের ভারতীয় সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সাতোশি বলেন, "২০২২ সালের সেপ্টেম্বরে আমাদের সংস্থার ৮৬,৭৫০ ইউনিট বিক্রি নিয়ে আমরা যথেষ্ট গর্বিত ও উচ্চশিত। এর ফলে ২০২২-এর সেপ্টেম্বরের তুলনায় ২৭.৬ শতাংশ বিক্রি বেড়েছে।"

এমনকি জোগান শৃঙ্খলের সমস্যা সত্ত্বেও সুজুকির এই মাসে সর্বোচ্চ বিক্রির রেকর্ড নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি। তিনি আরও বলেন, "যেহেতু সামনেই সমগ্র দেশজুড়ে উৎসবের আয়োজন আসতে চলেছে আমরা আশাবাদী এই সময় গ্রাহকগণের ভাবনার পরিবর্তন হবে। উপরন্তু সাপ্লাই চেনের সমস্যারও বেশ খানিকটা উন্নতি হবে বলে মনে করা হচ্ছে। আমরা সামনের অক্টোবর মাসের বিক্রির পরিসংখ্যানের দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছি।"

Show Full Article
Next Story