দুর্দান্ত স্টাইলের Svitch CSR 762 ইলেকট্রিক বাইক ভারতে শীঘ্রই লঞ্চ হবে, 40000 টাকা অব্দি ভর্তুকি মিলতে পারে

ভারতের বাজারে উদীয়মান ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারীদের মধ্যে অন্যতম সুয়াচ মটোকর্প (Svitch MotoCorp) একটি নতুন...
SUMAN 27 April 2022 4:39 PM IST

ভারতের বাজারে উদীয়মান ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারীদের মধ্যে অন্যতম সুয়াচ মটোকর্প (Svitch MotoCorp) একটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চের পরিকল্পনা করছে। Svitch CSR 762 নামক আকর্ষণীয় ডিজাইনের মোটরসাইকেলটি জুলাই-আগস্ট নাগাদ বাজারে পা রাখতে পারে। ডিজাইন ও ফিচারে এককথায় এটি তরুণ প্রজন্মের যে হার্টথ্রব হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না।

ই-মোটরসাইকেলটি একটি ৩ কিলোওয়াট ইলেকট্রিক মোটরে ছুটবে। যা থেকে সর্বোচ্চ ১০ কিলোওয়াট পর্যন্ত শক্তি উৎপন্ন হতে পারে। সেন্ট্রাল ড্রাইভ সিস্টেমের মতো সর্বাধুনিক প্রযুক্তি দেওয়া হতে পারে মোটরটিতে। এটি ৩.৭ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি প্যাকের সাথে আসবে। সংস্থার দাবি CSR 762-এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১১০ কিমি। এক চার্জে ১২০ কিমি পথ অতিক্রম করতে সক্ষম হবে।

বাইকটির হুইলবেস ১,৪৩০ মিমি, ওজন (কার্ব) ১৫৫ কেজি এবং মাটি থেকে সিটের উচ্চতা ৭৮০ মিমি। ছ’টি রাইডিং মোড অফার করা হবে এতে। আবার ব্যাটারি সোয়াপিংয়ের সুবিধাও মিলতে পারে। CSR 762-এর প্রসঙ্গে সংস্থার কর্ণধার রাজকুমার প্যাটেল বলেন, “আমাদের লক্ষ্য ভারতের অটোমোবাইল শিল্পকে বৈদ্যুতিক পরিবর্তন এবং ভারতীয়দের এই প্রসঙ্গে উৎসাহিত করার মধ্য দিয়ে পুনর্গঠন করা। কারণ আমরা বিশ্বাস করি নির্ভুলতা এবং গুণমানে। CSR 762 একটি সম্পূর্ণ অন রোড রাইডিং অভিজ্ঞতা দেবে।”

সমস্ত রকম সরকারি ভর্তুকি ছাড়া বাইকটির দাম ১.৬৫ লক্ষ টাকার কাছাকাছি রাখা হতে পারে বলে দাবি করেছে সুয়াচ। উপরন্তু, ৪০,০০০ টাকার কেন্দ্রীয় ভর্তুকি (ফেম-টু) এতে প্রযোজ্য হবে বলে মনে করছে তারা।

Show Full Article
Next Story