ড্রোনে পৌঁছবে আপনার পছন্দের খাবার, Swiggy এবং ANRA আকাশপথে ফুড ডেলিভারি ট্রায়াল শুরু করছে

ফুড ডেলিভারি অ্যাপ থেকে অর্ডারকারীর বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার মাধ্যমে আসছে বিপুল পরিবর্তন। আর সড়কপথে বাইক-স্কুটারে নয়। এবার ‘আকাশপথ’ ব্যবহার করেহবে ফুড ডেলিভারি৷ সুইগি (Swiggy)…

ফুড ডেলিভারি অ্যাপ থেকে অর্ডারকারীর বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার মাধ্যমে আসছে বিপুল পরিবর্তন। আর সড়কপথে বাইক-স্কুটারে নয়। এবার ‘আকাশপথ’ ব্যবহার করেহবে ফুড ডেলিভারি৷ সুইগি (Swiggy) খুব তাড়াতাড়িই ড্রোননির্ভর খাবার সরবরাহ পরিষেবার সূচনা করতে চলেছে।

আনরা টেকনোলজিস (ANRA Technologies) এর সাথে যৌথ উদ্যোগে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ সুইগি খাদ্য ছাড়াও চিকিৎসা সামগ্রী ড্রোনের মাধ্যমে ডেলিভারি করার জন্য ট্রায়াল বা প্রয়োগ-পরীক্ষা করার প্রস্তুতি নিচ্ছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ড্রোন উড়িয়ে ফুড ডেলিভারির ট্রায়ালে করার জন্য আনরা টেকনোলজিস প্রতিরক্ষা মন্ত্রক, ডিরেক্টর জেনারেল অফ সিভিল এ্যাভিয়েশন (ডিজিসিএ), এবং বিমান মন্ত্রকের সবুজ সংকেত পেয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন