বাজারে ঘাটতি দেখা দিতে পারে নতুন iPhone ও MacBook এর, জেনে নিন বড় কারণ

তাইওয়ানে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের কথা আমাদের কারোরই অজানা নয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল 7.4, যা বিগত 25 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী। আর্থিক…

তাইওয়ানে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের কথা আমাদের কারোরই অজানা নয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল 7.4, যা বিগত 25 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী। আর্থিক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানি ও প্রায় 900 মানুষ আহত হয়েছেন এই ঘটনায়। আকস্মিক এই ভূকম্পনের কারণে দেশটির জনপ্রিয় প্রস্তুতকারক সংস্থা ‘তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড’ ওরফে TSMC -এর প্লান্টগুলিও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কিছু প্ল্যান্টে Apple এর বিভিন্ন প্রোডাক্ট অর্থাৎ আইফোন (iPhone), আইপ্যাড (iPad) এবং অ্যাপলটিভি (AppleTV) -এর জন্য কাস্টম চিপ তৈরি করা হয়। এমনকি M1 প্রসেসরও এখানেই ডেভলপ করা হয়ে থাকে। ফলে মনে করা হচ্ছে, লেটেস্ট আইফোন এবং ম্যাকবুক ডিভাইসগুলি তৈরিতে বিলম্ব হতে পারে। যার প্রভাব সরাসরি টেক জায়ান্টটি দ্বারা আসন্ন প্রোডাক্টের জন্য পূর্ব-নির্ধারিত লঞ্চ টাইমলাইনের উপর পড়তে পারে।

ম্যাকরুমার্স (MacRumors) -এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, তাইওয়ানে অবস্থিত TSMC সংস্থার N3 ফ্যাব্রিকেশন প্ল্যান্টের কাঠামো ক্ষতিগ্রস্থ হয়েছে। বিশেষত কারখানাটির বিম এবং কলাম অনেকখানি ভেঙে গেছে। ফলে কর্মীদের সুরক্ষার খাতিরে এখন উৎপাদনকার্য সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি, এখানে একাধিক ‘এক্সট্রিম আল্ট্রা-ভায়োলেট’ (EUV) মেশিন রয়েছে করেছে যা 7 এনএম -এরও কম প্রসেসিং নোড ভিত্তিক চিপসেট উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। এগুলি ভূমিকম্পের ফলে ব্যাপকভাবে প্রভাবিত হওয়ায় চিপ তৈরির কাজ কিছুদিন বন্ধ থাকবে। উপরন্তু, গবেষণা এবং উন্নয়ন পরীক্ষাগারগুলির দেওয়ালে ফাটল ধরায় এইসকল বিভাগীয় কর্মীরা আবার কবে কাজে যোগ দিতে পারবেন তা বোঝা যাচ্ছে না।

একইভাবে, সিনচু ভিত্তিক সংস্থাটির আরেকটি ফ্যাব্রিকেশন প্ল্যান্টের পাইপলাইন ভেঙে গেছে এবং ওয়েফারের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা যাচ্ছে। যার ফলে এখনও উৎপাদনকার্য সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে TSMC। এই পুরো পরিস্থিতির জন্য টিম কুকের সংস্থাটি যেমন ভোগান্তির শিকার হয়েছে, তেমনি কারখানাগুলিতে কাজ করে সংসার চালানো কর্মীদেরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

জানিয়ে রাখি, Apple iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max মডেলের জন্য নির্মিত 3 এনএম ভিত্তিক এ17 প্রো চিপ ডেভলপে যথেষ্ট সময় ব্যয় করতে হয় TSMC -কে। এক্ষেত্রে এই ধরণের বিশেষ প্রসেসর বানানোর জন্য এক সপ্তাহ ধরে স্থির ভ্যাকুয়াম সেটিংয়ের প্রয়োজন হয়৷ সম্প্রতি ভূমিকম্পের কারণে ম্যানুফ্যাকচারিং সাইট দুটি ক্ষতিগ্রস্থ হওয়ার দরুন চিপগুলি নষ্ট না হলেও, হয়তো আংশিক ভাবে খারাপ হয়ে গেছে। যা ডিভাইসে ব্যবহারে করা হলে পারফরম্যান্স প্রভাবিত হবে। ফলে আবারো নতুন করে এসওসি নির্মাণের ঝক্কি পোহাতে হবে TSMC সংস্থাকে।

TSMC ইতিমধ্যে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর জন্য কোন কোন সমস্যার সম্মুখীন হতে হবে তা খতিয়ে দেখছে। সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, তারা যত তাড়াতাড়ি সম্ভব উৎপাদনকার্য শুরু করার লক্ষ্য রাখছে। তবে কাজ শুরু হলেও, এই প্রাকৃতিক দুর্যোগের জন্য যে কম্পোনেন্টগুলি খারাপ হয়ে গেছে তা ঠিক করা যথেষ্ট সময়সাপেক্ষ ব্যাপার। যার প্রভাব সরাসরি অ্যাপলের সাপ্লাই চেইনে গিয়ে পড়বে।

ফলে টেক জায়ান্টটি তাদের লেটেস্ট মিক্স-রিয়ালিটি হেডসেট ভিশন প্রো (Vision Pro) -এর জন্য উৎপাদন বাড়ানো এবং অন্যান্য অঞ্চলে উপলব্ধ করার যে লক্ষ্য নিয়েছিল তা পূরণে অধিক সময় লাগবে। একইভাবে আসন্ন আইপ্যাড এয়ার (iPad Air), ম্যাক স্টুডিও (Mac Studio), ম্যাক প্রো (Mac Pro), অ্যাপল আইফোন 16 (Apple iPhone 16) লাইনআপ, অ্যাপল ওয়াচ সিরিজ 10 (Apple Watch Series 10) এবং অ্যাপল ওয়াচ আল্ট্রা 3 (Apple Watch Ultra 3) -এর মতো প্রোডাক্টগুলির লঞ্চের সময়সীমা পিছানো হতে পারে বলেও অনুমান করছেন বিশ্লেষকরা।