Tata Curvv Electric SUV Concept: টাটার আধুনিক বৈদ্যুতিক গাড়ি উন্মোচিত হল, রেঞ্জ 500km, খুঁটিনাটি জেনে নিন

টাটা মোটরস (Tata Motors) আজ তাদের নতুন ইলেকট্রিক কনসেপ্ট গাড়ি উন্মোচিত করল। যার নামকরণ হয়েছে Tata Curvv (টাটা কার্ভ)। এসইউভি ক্যাটাগরির এই গাড়ি টাটার সিগনেচার…

টাটা মোটরস (Tata Motors) আজ তাদের নতুন ইলেকট্রিক কনসেপ্ট গাড়ি উন্মোচিত করল। যার নামকরণ হয়েছে Tata Curvv (টাটা কার্ভ)। এসইউভি ক্যাটাগরির এই গাড়ি টাটার সিগনেচার ডিজাইন ফিলোজফিতে সমৃদ্ধ এবং New Gen 2 আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি। এটি সংস্থার সাবকম্প্যাক্ট Nexon EV-র চেয়ে ৪.৩ মিটারের কাছাকাছি লম্বা৷ এমনকি, হুইলবেসও ৫০ মিমি লম্বা।

বড় হুইলবেসের কারণে Tata Curvv Electric Concept মডেলে আকারে বড় ব্যাটারি প্যাক রাখার সুবিধা রয়েছে  যা আরও বেশি রেঞ্জ (একচার্জে যতটুকু পথ চলে) প্রদান করবে৷‌ আবার পাওয়ার আউটপুটও বেশি দিতে পারবে বলে মনে করা হচ্ছে। Tata Curvv আর দু’বছরের মধ্যেই ব্যক্তিগত ব্যবহারের জন্য বাজারে আসতে চলেছে।

Tata Curvv Electric SUV Concept ডিজাইন

কার্ভ কনসেপ্ট এ যাবৎকালে টাটার তীক্ষ্ণতম (শার্পেস্ট) ডিজাইনের গাড়ি বললেও খুব একটা ভুল হবে না। বৈদ্যুতিক গাড়ি হওয়ার কারণে প্রথাগত জ্বালানিতে চলা গাড়ির মতো এতে গ্রিল ডিজাইন অনুপস্থিত। সামনের দিকে দু’পাশে এলইডি ডিআরএল এবং টাটার লোগোর উপরে এলইডি স্ট্রিপ বর্তমান। সাইডে বাম্পারে তিনকোণা ক্লাস্টার দেওয়া হয়েছে। প্রোডাকশন রেডি মডেলে যার জায়গা নেবে এলইডি হেডল্যাম্প। বাম্পারের নীচের অংশ ব্ল্যাক শেডে ফিনিশ করা হয়েছে। পিছনের অংশও বেশ মাসকুলার এবং সংযুক্ত টেললাইটগুলি খুব মর্ডান দেখাচ্ছে‌।

টাটা কার্ভের অন্দরমহলও ফিউচারিস্টিক গোছের৷ খুব মিনিমালিস্টিক রাখা হয়েছে। ভেতরে ক্লিন ড্যাশবোর্ড, টু-স্পোক স্টিয়ারিং হুইল, দু’টি বড় ফ্রিস্ট্যান্ডিং স্ক্রিন রয়েছে‌। তার মধ্যে একটি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেমের জন্য এবং আর একটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের জন্য। গাড়ির উপরে প্যানারমিক সানরুফ আছে। ভেতরের সিটগুলি ডুয়াল টোন ব্ল্যাক এবং ব্লু কালারে সজ্জিত।

Tata Curvv Electric SUV Concept breaks, Tata Curvv Electric SUV Concept breaks cover, Tata Curvv Electric SUV Concept Launch in 2024, Tata Curvv Electric SUV Concept Design, Tata Curvv Electric SUV Concept Specifications

Tata Curvv Electric SUV Concept মেকানিক্যাল স্পেসিফিকেশন

টাটা কার্ভ ইলেকট্রিক কনসেপ্ট গাড়িতে কীরকম ক্ষমতার ব্যাটারি বা মোটর থাকবে, পাওয়ার আউটপুটই বা কেমন, এবং অন্যান্য যান্ত্রিক দিকগুলি এখনও বিস্তারিত ভাবে জানায়নি টাটা। তবে সংস্থা বলেছে, এটি বাজারে আসলে একচার্জে ৪০০-৫০০ কিমি সফর করতে পারবে। প্রথমে বৈদ্যুতিক গাড়ির অবতারে এলেও, পরবর্তীতে এর পেট্রল/ডিজেল ভার্সন নিয়ে আসবে টাটা।

উল্লেখ্য, দেশের বৈদ্যুতিক গাড়ির বাজারে এখন টাটার রাজ চলছে  নেক্সন ইভি ও টিগর ইভির হাত ধরে এই ধরনের গাড়ির বাজারে তাদের অংশীদারিত্ব সর্বাধিক‌। ২০২১-২২ অর্থবর্ষে সর্বাধিক (১৯,১০৬টি) বিদ্যুৎচালিত চারচাকা যাত্রী গাড়ি বেচেছে তারা। নেক্সন ইভি ও টিগর ইভির আপডেটেড মডেল খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে টাটা‌। তবে সদ্য উন্মোচিত টাটা কার্ভ বাজারে আসতে এখনও বছর দুই অপেক্ষা।