Tata Motors আজ থেকে গাড়ির দাম বাড়াচ্ছে, কত টাকা বেশি খরচ হবে দেখে নিন

একে রামে রক্ষা নেই সুগ্রীব দোসর! একদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির খাঁড়া, অন্যদিকে মুদ্রাস্ফীতির ফলে ক্রমশ বেড়ে...
SUMAN 9 July 2022 3:56 PM IST

একে রামে রক্ষা নেই সুগ্রীব দোসর! একদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির খাঁড়া, অন্যদিকে মুদ্রাস্ফীতির ফলে ক্রমশ বেড়ে চলেছে গাড়ি ও হরেক যন্ত্রাংশের দাম। ফলে নাস্তানাবুদ হচ্ছেন গ্রাহকরা। এহেন পরিস্থিতিতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে বর্ধিত গাড়ির মূল্য গ্রাহকদের সাথে ভাগ করে নিতে বাধ্য হচ্ছে অটোমোবাইল সংস্থাগুলি। জুলাইয়ের ১ তারিখ থেকে সমস্ত বাণিজ্যিক গাড়ির দাম বৃদ্ধির পর এবার যাত্রীবাহী গাড়ির দর বাড়ানোর কথা ঘোষণা করল টাটা মোটরস (Tata Motors)। সমস্ত মডেল পিছু দাম প্রায় ০.৫৫ শতাংশ বাড়ানো হয়েছে। যা সমগ্র দেশে আজ অর্থাৎ ৯ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।

বর্তমানে টাটার ঝুলিতে রয়েছে Nexon, Punch, Safari, Harrier, Tiago, Altroz ও Tigor-এর মতো জনপ্রিয় মডেল। এই সবক’টি মডেলের দামই বাড়ানো হয়েছে। গত তিন মাসে এই নিয়ে দ্বিতীয় বার মূল্যবৃদ্ধির পথে হাঁটলো টাটা মোটরস। উল্লেখ্য, এ বছর এপ্রিলে সংস্থাটি তাদের যাত্রী গাড়ির দাম ১.১% পর্যন্ত বাড়িয়েছিল। আবার ২০২২ পড়ার পর থেকে এটি হল সংস্থার চতুর্থতম মূল্যবৃদ্ধির ঘোষণা। এ মাসে লরি, বাস টেম্পোর মতো বাণিজ্যিক গাড়ির মূল্য ১.৫% থেকে ২.৫% বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, জুন মাসে মোট ৪৫,১৯৭টি যাচ্ছি গাড়ি বিক্রি করে এই সেগমেন্টে এক মাসে সর্বাধিক বিক্রির রেকর্ড গড়েছে টাটা। কিন্তু তা সত্ত্বেও দেশের মধ্যে সর্বাধিক বিক্রিত যাত্রীবাহী গাড়ির সংস্থা হিসেবে তৃতীয় স্থানে জায়গা পেয়েছে তারা। এদিকে গত বছর জুনে সংস্থার বেচাকেনার পরিমাণ ছিল মাত্র ২৪,১১০ ইউনিট। ফলে গতবারের তুলনায় এবারে জুনের বিক্রিতে ৮৭.৪৬% অগ্রগতি ঘটেছে।

আবার জুনে টাটা এসইউভি গাড়ির বিক্রিতেও উন্নতির ধারা বজায় রাখতে পেরেছে। গত মাসে মোট ১৪,২৯৫টি Nexon বিক্রি করেছে টাটা। যা গত মাসে ভারতে বিক্রি হওয়া এসইউভি গাড়ির মধ্যে সবচেয়ে বেশি। আবার এন্ট্রি লেভেল এসইউভি Tata Punch ১০,৪১৪ জন নতুন ক্রেতার হদিস পেয়েছে। আবার Altroz ও Tiago-র বেচাকেনার পরিমাণ যথাক্রমে ৫,৩৬৩ ও ৫,৩১০ ইউনিট। Tata Harrier ও Safari যথাক্রমে ৩,০১৫ ও ১,৮৬৯ করে বিক্রিতে অবদান রেখেছে। Tata Tigor বিক্রি হয়েছে ৪,৯৩১ ইউনিট।

Show Full Article
Next Story
Share it