Tata Motors: টাটা গোষ্ঠীর বৈদ্যুতিক গাড়ি ব্যবসায় ৩,৭৫০ কোটি টাকা লগ্নি করল টিপিজি রাইজ

টাটা গোষ্ঠীর (Tata Group) গাড়ি ব্যবসায় (টাটা মোটরস) প্রথম ধাপে ৩,৭৫০ কোটি টাকা লগ্নি করল জলবায়ু সচেতন প্রাইভেট ইকুইটি...
techgup 31 March 2022 12:02 PM IST

টাটা গোষ্ঠীর (Tata Group) গাড়ি ব্যবসায় (টাটা মোটরস) প্রথম ধাপে ৩,৭৫০ কোটি টাকা লগ্নি করল জলবায়ু সচেতন প্রাইভেট ইকুইটি ফান্ড টিপিজি রাইজ (TPG Rise)। দেশের শেয়ার মার্কেটকে এ কথা জানিয়েছে টাটা। প্রসঙ্গত, গত বছর টাটায় বিনিয়োগের কথা জানিয়েছিল টিপিজি। টাটা গোষ্ঠীর বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী শাখা টাটা মোটরস ইলেকট্রিক মোবিলিটি লিমিটেডে (Tata Motors Electric Mobility Ltd) ৭,৫০০ কোটি টাকা ঢালার প্রতিশ্রুতি দিয়েছিল তারা।

গতকাল প্রথম ধাপে সেই লগ্নির একটি অংশ পেয়েছে টাটা মোটরস। টিপিজির হাতে ৩,৭৫,০০,০০০ শেয়ার হস্তান্তর হয়েছে। যার প্রতিটির মূল্য ১,০০০ টাকা। ভারতের স্টক এক্সচেঞ্জকে দেওয়া তথ্য অনুযায়ী, তার মোট পরিমাণ ৩,৭৫০ কোটি টাকা। তাৎপর্যপূর্ণ বিষয় হল, টিপিজি এবং তাদের সহযোগী লগ্নিকারী আবুধাবির এডিকিউ মিলে টাটা মোটরসের ইভি সংস্থার বাজারমূল্য ৯.১ বিলিয়ন (প্রায় ৬৮,১৫৩ কোটি টাকা) ঠিক করেছে। ফলে আর্থিক মূল্যায়নের নিরিখে এখন সবচেয়ে দামি সংস্থা এটি।

নতুন লগ্নি আগামী দিনে টাটার বৈদ্যুতিক গাড়ি ব্যবসার প্রসার ঘটাতে সাহায্য করবে। ২০২৬ অর্থবর্ষের মধ্যে অন্তত সাতটি নয়া ব্যাটারিচালিত গাড়ি নিয়ে আসার পরিকল্পনা রয়েছে টাটার। নতুন লঞ্চের মাধ্যমে সংস্থাটির লক্ষ্য, বৈদ্যুতিক যাত্রী গাড়ির বাজার থেকে ২০ শতাংশ আয়। যেখানে বর্তমানে টাটার গাড়ি ব্যবসায় মোট আয়ের ৩ শতাংশ ইভি বেচে আসছে।

NexonTigor -এর বিদ্যুৎচালিত সংস্করণের হাত ধরেই দেশের ইলেকট্রিক প্যাসেঞ্জার গাড়ির বাজারে দাপিয়ে বেড়াচ্ছে টাটা। আবার খুব শীঘ্রই গাড়ি দু'টির আপডেটেড মডেল লঞ্চ করবে তারা। ২০২১ অর্থবর্ষে বৈদ্যুতিক গাড়ি বেচে ৫০০-৬০০ কোটি টাকা আয়ের কথা জানিয়েছে টাটা।

Show Full Article
Next Story
Share it