TATA Motors ভারতের বৃহত্তম সোলার কারপোর্ট প্রকল্পের কাজ সম্পূর্ণ করল, কি সুবিধা হবে জানুন

টাটা মোটরস (TATA) ও টাটা পাওয়ার (TATA Power) যৌথ ভাবে ভারতের বৃহত্তম সোলার কারপোর্ট অর্থাৎ ছাদ যুক্ত গাড়ি রাখার ফেসিলিটি...
SHUVRO 20 Jun 2021 1:36 PM IST

টাটা মোটরস (TATA) ও টাটা পাওয়ার (TATA Power) যৌথ ভাবে ভারতের বৃহত্তম সোলার কারপোর্ট অর্থাৎ ছাদ যুক্ত গাড়ি রাখার ফেসিলিটি নির্মাণের কাজ সম্পূর্ণ করল। কোম্পানির সূত্রে জানা গেছে, ৬.২ মেগাওয়াট-পিক ক্ষমতার এই সোলার কারপার্ক বছরে ৮৬ লাখ কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে।

টাটা পুনের চিখালিতে নিজের ম্যানুফ্যাংকচারিং ফেসিলিটির স্টকওয়ার্ডে সোলার প্যানেল লাগানোর জন্য টাটা পাওয়ারের সাথে গাটছঁড়া বেঁধেছিল। ৩০,০০০ স্কোয়ার মিটার জুড়ে থাকা এই সোলার কারপোর্ট বছরে ৭,০০০ টন ও জীবনকাল ধরে ১.৬ লক্ষ টন কার্বন নিঃসরণ কমাবে।

চিখালিতে টাটার কারখানায় গ্রিন এনার্জি সরবরাহ করার পাশাপাশি কারখানাতে উৎপাদিত গাড়িকেও এই কারপোর্টের নীচে রাখা হবে।

২০৩৯ সালের মধ্যেই কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনার লক্ষ্য হিসেবে, গত বছরের ৩১ আগস্ট টাটা পাওয়ারের সাথে টাটা মোটরস বিদ্যুৎ কেনার চুক্তি (পাওয়ার পার্চেজ এগ্রিমেন্ট বা পিপিএ) করেছিল। কোভিড অতিমারির ফলে নানা বাধা আসলেও এই বিশাল সোলার কারপোর্টের পরিকাঠামো গড়ে তোলার কাজ দুই কোম্পানি সাড়ে নয় মাসের রেকর্ড টাইমে শেষ করেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story
Share it