Tata Motors Price Hike: 1 জানুয়ারি থেকে বাড়ছে টাটার বাণিজ্যিক গাড়ির দাম

গত অক্টোবরের পর তিন মাসের ব্যবধানে আগামী জানুয়ারি থেকে ফের বাড়তে চলেছে টাটা মোটর্স (Tata Motors)-এর বাণিজ্যিক গাড়ির...
SHUVRO 6 Dec 2021 8:33 PM IST

গত অক্টোবরের পর তিন মাসের ব্যবধানে আগামী জানুয়ারি থেকে ফের বাড়তে চলেছে টাটা মোটর্স (Tata Motors)-এর বাণিজ্যিক গাড়ির (commercial vehicle) দাম। টাটা জানিয়েছে, স্টিল, অ্যালুমিনিয়াম-সহ অন্যান্য দামি ধাতুর দাম এবং বিভিন্ন কাঁচামালের দাম বাড়ার ফলে উৎপাদন খরচ সামাল দিতে গাড়ির দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১ জানুয়ারি থেকে টাটার বিভিন্ন বাণিজ্যিক গাড়ির নতুন দাম কার্যকর হবে। মডেল অনুযায়ী গাড়ির দাম ২.৫ শতাংশ হারে বাড়বে। টাটা বলেছে, উৎপাদনের বিভিন্ন ধাপের বর্ধিত খরচের অনেকটাই তারা সামাল দিয়েছে। কিন্তু ইনপুট কস্ট বা অন্যান্য খরচ মাথা চাড়া দিয়ে ওঠায় বাড়তি খরচের কিছুটা ক্রেতাদের সঙ্গে ভাগ করে নিতেই বাধ্য হয়ে দাম বাড়ানো ছাড়া উপায় নেই।

প্রসঙ্গত, মারুতি সুজুকি (Maruti Suzuki) ইতিমধ্যেই ইনপুট কস্টকে কারণ হিসেবে দেখিয়ে আগামী জানুয়ারি থেকে গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছে। মডেল অনুযায়ী দাম বৃদ্ধির পরিমাণ প্রযোজ্য হবে। আবার একই কারণে আগামী জানুয়ারি থেকে গাড়ির দাম বাড়ানোর পথে হাঁটতে পারে রেনাল্ট (Renault) ও হোন্ডা (Honda)।

অন্য দিকে, ইনপুট কস্ট এবং রাইজিং কস্ট মাথা চাড়া দিয়ে ওঠার কারণে আগামী বছরের জানুয়ারি মাস থেকে গাড়ির দাম বাড়াচ্ছে অডি (Audi)। জার্মান বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি তাদের বিভিন্ন মডেলের দাম ৩ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে।

Show Full Article
Next Story
Share it