Tata Motors January Sales: জানুয়ারিতে নতুন রেকর্ড টাটার, সংস্থার ইতিহাসে এক মাসে সর্বোচ্চ গাড়ি বিক্রি হল

গত বছরের ডিসেম্বরে দেশের বাজারে যাত্রী গাড়িতে হুন্ডাই (Hyundai)-কে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল টাটা মোটরস (Tata Motors)। নতুন বছরের প্রথম মাসে ফের তৃতীয় স্থানে…

গত বছরের ডিসেম্বরে দেশের বাজারে যাত্রী গাড়িতে হুন্ডাই (Hyundai)-কে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল টাটা মোটরস (Tata Motors)। নতুন বছরের প্রথম মাসে ফের তৃতীয় স্থানে নেমে গেলেও এক মাসে সংস্থার ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ যাত্রী গাড়ি বিক্রির রেকর্ড হল। ২০২২-এর জানুয়ারিতে যাত্রী ও বাণিজ্যিক গাড়ি মিলিয়ে ভারতে ৭২,৪৮৫টি যানবাহন বিক্রি করেছে। তুলনাস্বরূপ গত বছরের একই সময় ৫৭,৬৪৯টি গাড়ি বেচেছিল তারা।

জানুয়ারিতে টাটা (Tata)-র ৪০,৭৭৭টি যাত্রি গাড়ি বিক্রি হয়েছে। ২০২১-এর ডিসেম্বরে যেটা ছিল ২৬,৯৭৮টি। আবার গত বছরের শেষ মাসে বিক্রির পরিমাণ ছিল ৩৫,২৯৯ ইউনিট। উল্লেখ্য, টাটার ইতিহাসে এক মাসে এত সংখ্যক যাত্রীবাহী গাড়ি কখনও বিক্রি হয়নি। সে ক্ষেত্রে নতুন বছরের প্রথমেই দৃষ্টান্ত তৈরি করল তারা।

অন্য দিকে, বৈদ্যুতিক গাড়ির বাজারেও টাটার অংশীদারি অটুট। গত মাসে ২,৮৯২টি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে তারা। আগের বছরের একই সময়ের যেখানে ৫১৪টি এই ধরনের গাড়ি বিক্রি হয়েছিল। অর্থাৎ বিক্রিবাটার পরিমাণ ৪৬৩% বিক্রি বেড়েছে।

Tata Nexon EV ভারতের বাজারে লঞ্চ হওয়ার পর থেকে বৈদ্যুতিক গাড়ির বাজারে বিক্রির নিরিখে শীর্ষস্থানটি দখল করে রেখেছে। এখনো পর্যন্ত এর ১৩,৫০০ ইউনিট বিক্রি হয়েছে। সাথে এসইউভি মডেলের গাড়ি বিক্রির ক্ষেত্রেও টাটার স্থান সর্বাগ্রে। গত মাসে মোট ২৮,১০৮ ইউনিট এসইউভি মডেলের গাড়ি বিক্রি করেছে তারা। এদিকে Tata Punch এবং Nexon গাড়ি দুটির মাসিক গড় বিক্রির সংখ্যা ১০,০০০ ইউনিট। আবার সিএনজি মডেলের গাড়িতে ৪২% বৃদ্ধি ঘটেছে সংস্থার। জানুয়ারিতে সংস্থাটি ৩,০০০ ইউনিট সিএনজি মডেলের Tiago ও Tigor গাড়ি বিক্রি করেছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন