Tata Motors April Sales: অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে টাটা, এপ্রিলেও বিক্রিতে জোয়ার

লাগাম টানা যাচ্ছে না Tata Motors (টাটা মোটর্স)-এর গতিতে। এপ্রিলে ৪১,৫৮৭টি যাত্রী গাড়ি বিক্রির ঘোষণা করল তারা। গত মাসের...
SUMAN 2 May 2022 7:45 PM IST

লাগাম টানা যাচ্ছে না Tata Motors (টাটা মোটর্স)-এর গতিতে। এপ্রিলে ৪১,৫৮৭টি যাত্রী গাড়ি বিক্রির ঘোষণা করল তারা। গত মাসের চেয়ে বিক্রি সামান্য কমলেও ২০২১-এর এপ্রিলের তুলনায় বিপুল হারে বেড়েছে বিক্রি। প্রায় ৬৬ শতাংশ উত্থান। গত বছর ওই সময়ে ২৫,০৯৫ ইউনিট প্যাসেঞ্জার গাড়ি বেচেছিল টাটা।

সংস্থার তরফে জানানো হয়েছে, গত মাসে তাদের জ্বালানি তেল চালিত গাড়ি বিক্রি হয়েছে ৩৯,২৬৫টি। ২০২১-এর এপ্রিলে সংখ্যাটা ছিল ২৪,৫১৭টি। অর্থাৎ বিক্রি ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আবার চার চাকার বিদ্যুৎচালিত গাড়ির বাজারেও টাটার দাপট অব্যাহত। বলা ভাল, একচেটিয়া রাজ তাদের।

২০২২-এর এপ্রিলে ২,৩২২ ইউনিট ইলেকট্রিক গাড়ি বেচার দাবি করেছে টাটা। তুলনাস্বরূপ, গত বছরের একই সময়ে পরিমাণটা ছিল তিনের ঘরে আটকে। এই ধরনের গাড়ি কিনেছিলেন ৫৮১ জন। অর্থাৎ বিক্রিতে চোখ ধাঁধানো ৩০০ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। বর্তমানে নেক্সন ইভি টাটা তথা ভারতের বেস্ট সেলিং বৈদ্যুতিক গাড়ি। আগামী ১১ মে এর আপডেটেড ভার্সন লঞ্চ হতে চলেছে। নতুন মডেলটি আরও বড় ব্যাটারি পাবে৷ ফলে রেঞ্জ বেশি পাওয়া যাবে।

আবার এপ্রিলে CurvvAvinya বলে দু'টি ইলেকট্রিক গাড়ির কনসেপ্ট মডেলের উপর থেকে পর্দা সরিয়েছে টাটা। বাজারে এলে গাড়ি দু'টির রেঞ্জ ৫০০ কিমির আশেপাশে থাকবে বলে দাবি করা হয়েছে। উভয় মডেলের ডিজাইন ফিউচারিস্টিক গোছের। প্রোডাকশন মডেলেও সেই স্টাইলিং অনুসরণ করলে চারিদিকে যে সাড়া পড়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।

Show Full Article
Next Story